বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম

ফ্রান্সে সমুদ্রসৈকত, পার্ক ও বাস স্টপেজে ধূমপান নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফ্রান্সে সমুদ্রসৈকত, পার্ক, জনসমাগমপূর্ণ স্থান ও বাস স্টপেজে ধূমপান নিষিদ্ধ হচ্ছে। আজ শনিবার (২৮শে জুন) ফরাসি সরকার এ ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল রোববার (২৯শে জুন) থেকে এ আইন কার্যকর হবে। ফরাসি সরকার বলছে, শিশুদের পরোক্ষ ধূমপান থেকে রক্ষা করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ সরকারি গেজেটে প্রকাশিত নির্দেশ অনুযায়ী, গ্রন্থাগার, সুইমিংপুল ও স্কুলের বাইরে ধূমপান নিষিদ্ধ করা হবে। তবে এ নির্দেশে ইলেকট্রনিক সিগারেটের (ই-সিগারেট) বিষয়ে কোনো উল্লেখ নেই। আইন ভঙ্গকারীদের ১৩৫ ইউরো (প্রায় ২০ হাজার টাকা) জরিমানা দিতে হবে।

ফরাসি স্বাস্থ্য ও পরিবারমন্ত্রী ক্যাথরিন ভোঁথাঁ গত মে মাসে বলেছিলেন, ‘যেসব স্থানে শিশুরা থাকে, সেখান থেকে তামাক দূর করতে হবে।’ তিনি ‘শিশুদের বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার অধিকারের’ ওপর জোর দিয়েছেন। তবে ক্যাফে টেরেসগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ফ্রান্সে প্রতিবছর আনুমানিক ৭৫ হাজার মানুষ তামাক-সম্পর্কিত জটিলতায় মারা যান। সম্প্রতি একটি জনমত জরিপে দেখা গেছে, ১০ জনের মধ্যে ৬ জন ফরাসি (৬২ শতাংশ) জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধের পক্ষে।

ফ্রান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন