রবিবার, ৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

গুগলে নবীনদের কাজের দারুণ সুযোগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পৃথিবীর শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলে কয়েক হাজার কর্মী কর্মরত। নতুন করে কর্মী নেওয়ার ঘোষণা করেছে টেক জায়ান্ট। যে সমস্ত প্রার্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন কিংবা শেষ বর্ষে পাঠরত তারা গুগলের ইন্টার্নশিপে যোগ দিতে পারেন। প্রার্থীর অবশ্যই সফটওয়্যার ডেভেলপমেন্টে দক্ষতা থাকতে হবে।

পৃথিবীর এমন কেউ নেই দুনিয়ায় যে গুগলের কর্মী হিসেবে কাজ করতে চায় না। বিশ্বের সবথেকে বড় প্রতিষ্ঠান গুগল তাদের কর্মীদের যে শুধু দারুণ কেরিয়ার গড়ে দেয় তাই নয়, বরং তাদের দারুণ সুযোগ-সুবিধাও প্রদান করে থাকে। আর এই কারণেই বহু মানুষ প্রায় সকলেই গুগলে কাজ পেতে চান। ফ্রেশারদের জন্য প্রতি বছরই শিক্ষানবিশ হিসেবে গুগলে কাজের সুযোগ থাকে। আর এই বড় সুযোগ যদি আপনিও কাজে লাগাতে চান, তাহলে ২০২৫ সালে গুগলে শিক্ষানবিশের জন্য আবেদন করে ফেলুন।

শিক্ষানবিশদের সুযোগ

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা গুগলে শিক্ষানবিশ হিসেবে যোগ দিতে চাইছেন, তারা এবার থেকে আবেদন করতে পারেন। নির্বাচিত প্রার্থীরা রিপিটেটিভ টাস্ককে কীভাবে অটোমেট করে সেই স্ক্রিপ্ট তৈরি করা এবং তা বজায় রাখা, দক্ষতা বাড়ানো এবং ওয়ার্কফ্লো ঠিক রাখার পদ্ধতি শিখবেন। প্রার্থীদেরকে ডেটা বিশ্লেষণ করতে এবং ফলাফল যাচাই ও পর্যালোচনা করতে শিখবেন প্রার্থীরা। সমস্যা সমাধানের জন্য এই ডেটা বিশ্লেষণের কোনও জুড়ি নেই। শুধু তাই নয়, সমস্যা সমাধানের জন্য কম্পিউটার সায়েন্সের জ্ঞানকেও কীভাবে কাজে লাগাতে হবে তা শেখানো হবে এই ইন্টার্নশিপে।

আরও পড়ুন: আকিজ গ্রুপে চাকরি, বয়সসীমা ৩০-৩৮ বছর

যারা আবেদন করতে পারবেন

যে সমস্ত প্রার্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন কিংবা শেষ বর্ষে পাঠরত তারা গুগলের এই ইন্টার্নশিপে যোগ দিতে পারেন। প্রার্থীর অবশ্যই সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর দক্ষতা থাকা উচিত। এছাড়া কোডিং, এক বা একাধিক জাভা, জাভা স্ক্রিপ্ট, সি, সি প্লাস প্লাস, পাইথন বা সংশ্লিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা উচিত। তবে গুগলের ইন্টার্নশিপে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুগল জানিয়েছে যে কিছু কিছু কোর্স করা থাকলেও প্রার্থী নির্বাচিত হবেন। এর মধ্যে রয়েছে ইনফরমেশন রিট্রিভাল, ন্যাচারাল ল্যাঙ্গোয়েজ প্রসেসিং, নেটওয়ার্কিং, বড় সফটওয়্যার সিস্টেম তৈরি করা, সিকিউরিটি সিস্টেম, সিকিউরিটি সফটওয়্যার ইত্যাদি তৈরি করা, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা মেশিন লার্নিং কোর্স করা থাকলেও চলবে।

২০২৫ সালে শুরু হবে এই ইন্টার্নশিপ

গুগল আগামী বছর থেকেই এই ইন্টার্নশিপ শুরু করবে। ২০২৫ সালে শুরু হবে এই ইন্টার্নশিপ এবং চলবে ২২-২৪৭ সপ্তাহ ধরে।

এসি/ আই.কে.জে/

গুগল

খবরটি শেয়ার করুন