বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

নেইমারের বিয়ে নিয়ে রহস্যময় মন্তব্য আলোচিত সেই প্রেমিকার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

নেইমার থাকবেন, অথচ তাকে নিয়ে আলোচনা হবে না—সেটা কী কখনো সম্ভব! মাঠের পারফরম্যান্স যেমনই হোক, তার অন্যান্য কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা হয় প্রায় সময়ই। ব্রাজিলের এ ফরোয়ার্ডকে নিয়ে এবার তার আলোচিত প্রেমিকা যা বললেন, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। খবর এএফপির।

নেইমারের সঙ্গে ব্রুনা বিয়ানকার্দির বিয়ে নিয়ে রহস্য অনেক বছর ধরেই। ব্রাজিলের ফরোয়ার্ডকে আদৌ বিয়ে করেছেন কী না, এ ‘হট টপিক’ নিয়ে এবার অবাক করা এক কথা বলেছেন বিয়ানকার্দি। 

ইনস্টাগ্রামে গতকাল শনিবার (৭ই জুন) রাতে ভক্ত-সমর্থকদের কাছে এক প্রশ্নে বিয়ানকার্দির কাছে জিজ্ঞাসা, নেইমারের সঙ্গে কবে তিনি (বিয়ানকার্দি) গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন? নেইমারের আলোচিত প্রেমিকার উত্তর, ‘আমরা কাগজে-কলমে এরই মধ্যে বিয়ে করে ফেলেছি।’

নেইমার-বিয়ানকার্দির বিয়ে নিয়ে বিভিন্ন সময় শোনা যায় নানারকম আলাপ-আলোচনা। কয়েক মাস আগে যখন এমন একটা খবর প্রচার হয়েছিল, তাতে নেইমার একরকম আকাশ থেকে পড়েছিলেন। অবাক হয়ে ব্রাজিলের ফরোয়ার্ড তখন বলেছিলেন, ‘এ ব্যাপারে (বিয়ে) কোনো পরিকল্পনা করা হয়নি। কিছুই জানি না এ ব্যাপারে। তারিখটা বলে দিন, যাতে করে প্রস্তুতি নিতে পারি।’

বিয়ানকার্দির সঙ্গে নেইমারকে অনেক জায়গায় ঘুরতে দেখা গেছে। ২০২৫ সাল শুরুর আগে ২০২৪-এর ৩১শে ডিসেম্বর একসঙ্গে উদ্‌যাপন করেছিলেন তারা। সংযুক্ত আরব আমিরাতে হলেও আসলে কোন শহরে নেইমার-বিয়ানকার্দি নতুন বছর উদ্‌যাপন করেছিলেন, সেটা জানা যায়নি। তাদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শোনা গিয়েছিল দুবাইয়ের নাম। এমনকি আবুধাবির নামও তখন কানে এসেছিল।

এইচ.এস/

নেইমার এবং এনদ্রিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন