সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

চালু হলো হেল্পলাইন ৩৩৩, জানানো যাবে পরিবেশ সংক্রান্ত অভিযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেবাগুলোর তথ্য দেওয়ার পাশাপাশি পরিবেশ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য জাতীয় তথ্য ও সেবা হেল্পলাইন ৩৩৩- এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

সম্প্রতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩৩ নম্বরে কল করার পর ৪ চেপে পরিবেশ ছাড়পত্র, গবেষণাগার, বন সংরক্ষণ ইত্যাদি বিষয়ে পরিবেশ মন্ত্রণালয় ও এর অধীন অধিদপ্তরের তথ্যসেবা এবং কর্মকর্তাদের তথ্য পাওয়া যাবে।

আরো পড়ুন: সচিবালয়কে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মার্ট মন্ত্রণালয় বিনির্মাণ সংক্রান্ত সভায় এ সেবার উদ্বোধন করেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “যে কেউ দূষণ, জীববৈচিত্র্য বিনষ্ট এবং অবৈধভাবে বন/পাহাড় ধ্বংস ও গাছ কাটা- ইত্যাদি বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। পরে অভিযোগটি সংশ্লিষ্ট কর্মকর্তার ড্যাশবোর্ডে পাঠানো হবে। 

“এরপর কর্মকর্তা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং  সুবিধাভোগীরা এসএমএস-এর মাধ্যমে আপডেট পাবেন অথবা ৩৩৩ তে কল করেও আপডেট জানতে পারবেন।

এইচআ/  আই.কে.জে/

পরিবেশ হেল্পলাইন ৩৩৩

খবরটি শেয়ার করুন