বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম *** আজ ১০টি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা *** এইচএসসির স্থগিত ২২শে ও ২৪শে জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা *** বিশ্বজুড়ে বিভিন্ন পদে ১৭,৩০০ কর্মী নিয়োগ দেবে এমিরেটস

ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণ করলেন ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণ করেন ইরানিরা। ছবি: এক্স

ইসরায়েলি হামলায় নিহত ইরানের সামরিক বাহিনী ও বিজ্ঞানীদের জানাজায় অংশ নিতে তেহরানের ইঙ্গেলাব (ইনকিলাব বা বিপ্লব) স্কয়ারে জমায়েত হয়েছিলেন হাজারো মানুষ। আজ শনিবার (২৮শে জুন) সেই শোকসভায় ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানসহ বাহরাইন, ইরাক ও আরও কয়েকটি আরব দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতি সংহতি প্রকাশের জন্য।

লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের খবরে বলা হয়েছে, আজ ভোর থেকেই হাজারো নারী-পুরুষ, তরুণ-তরুণী রাস্তায় নেমে আসেন। স্লোগান ওঠে, ‘আমেরিকার ধ্বংস চাই’, ‘ইসরায়েলের ধ্বংস চাই’, ‘আমরা ভুলব না, ক্ষমাও করব না’, ‘খামেনি, আমরা তোমার সঙ্গে আছি।’ মিছিল থেকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) বিরুদ্ধে ক্ষোভও ঝড়ে পড়ে। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির বিচারও দাবি করেন অনেকে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সকালে ঘোষণা করা হয়, শহীদদের স্মরণে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। টেলিভিশনে দেখা যায়, শোকাহত মানুষ কালো পোশাকে, জাতীয় পতাকা ও শহীদদের ছবি নিয়ে মিছিল করছেন। ইসরায়েলি হামলায় নিহত কর্মকর্তা ও বিজ্ঞানীদের বহনকারী কফিনগুলো ইরানের জাতীয় পতাকায় মোড়ানো। সামরিক প্রতীকে সাজানো কফিনগুলো ইঙ্গেলাব স্কয়ারে সারিবদ্ধভাবে রাখা হয়। এরপর সেখান থেকে আজাদি (স্বাধীনতা) স্কয়ারের দিকে যাত্রা করে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তেহরান শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদে জানান, শহীদদের এ জানাজা ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ এরই অংশ। তিনি বলেন, ইঙ্গেলাব স্কয়ার থেকে আজাদি স্কয়ারের এ মিছিল ইরানের দৃঢ় অবস্থান এবং জাতীয় ঐক্যের প্রতীক।

তিনি আরও জানান, ইরানের সমাজের সব স্তরের মানুষ এ শোকযাত্রায় অংশ নিয়েছেন। তাদের ত্যাগ শুধু ক্ষতি নয়, বরং গোটা জাতির জন্য প্রেরণার উৎস।

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন