আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি
ইসরায়েলের সঙ্গে সদ্য শেষ হওয়া সংঘাতে ইরান বীরের মতো লড়াই করেছে বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তিনি ন্যাটো সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসের হেগে অবস্থান করছেন। খবর বিবিসির।
সম্মেলনে আমেরিকা ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে কী না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান তো সদ্য একটি যুদ্ধ করল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।’ তিনি আরও বলেন, ‘যদি তারা তেল বিক্রি করতে চায়, তাহলে করবে। চীন চাইলে তাদের কাছ থেকে তেল কিনতেই পারে।’
ট্রাম্পের মতে, ইরানকে আবার নিজেদের গুছিয়ে নিতে অর্থের প্রয়োজন হবে। ট্রাম্পকে আরও জিজ্ঞেস করা হয়—ইরানের সঙ্গে পরবর্তী ধাপ কী এবং আমেরিকার হামলার আগে ইরান তাদের পারমাণবিক সামগ্রী সরিয়ে ফেলতে পেরেছে কী না।
এ প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ঠিক উল্টোটা ঘটেছে। ইরান সেই সামগ্রী সরিয়ে নিতে পারেনি। কারণ, সেগুলো অনেক ভারী ও সরানো কঠিন। তিনি বিশ্বাস করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা এখন নিষ্ক্রিয় হয়ে গেছে।
খবরটি শেয়ার করুন