শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

খুলনায় স্ত্রী জোহরা খাতুনকে হত্যার দায়ে স্বামী নুরুন্নবী শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ই মে) বেলা সাড়ে ১১টায় খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এই আদেশ দেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ গণমাধ্যমকে  বলেন, যৌতুকের দাবিতে ২০১১ সালে ২৫শে আগস্ট রাতে খুলনা মহানগরের বেলায়েত হোসেন সড়কের বাসভবনে আসামি নুরুন্নবী তার স্ত্রী জোহরা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ এবং তার শিশুপুত্রকে ঘরের মধ্যে তালাবন্ধ করে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগীর ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে ২৭শে আগস্ট খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

আরো পড়ুন: এসএসসি পাস শিক্ষার্থীদের এক কেজি মিষ্টি আনতে স্কুলের নোটিশ!

তিনি বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার ওই মামলায় রায়ে আসামি নুরুন্নবীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান। এই রায়ে আমরা সন্তুষ্ট।

এইচআ/  

স্ত্রী হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

খবরটি শেয়ার করুন