বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম *** আজ ১৩টি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

'বাংলাদেশি অনুপ্রবেশ' ও 'ধর্মান্তর' ঠেকাতে ঝাড়খণ্ডে বিজেপির ৩ বছরের কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৫ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

'বাংলাদেশি অনুপ্রবেশ, ধর্মান্তর ও আদিবাসী জনসংখ্যার হ্রাস'—এ তিন ইস্যুকে সামনে রেখে ঝাড়খণ্ডে তিন বছরব্যাপী এক বৃহৎ পদযাত্রা শুরু করতে যাচ্ছে বিজেপি। রাজ্যের প্রতিটি মহকুমায় ধাপে ধাপে চলবে এ কর্মসূচি, সপ্তাহে তিন থেকে চার দিন করে যাত্রা হবে রাজ্যের প্রান্তিক ও আদিবাসী অঞ্চলগুলোতে।

আজ শুক্রবার (৪ঠা জুলাই) ভারতীয় নিউজ-১৮ জানিয়েছে, এ পদযাত্রার নেতৃত্ব দেবেন বিজেপির শীর্ষস্থানীয় নেতা ও গড্ডার সংসদ সদস্য নিশিকান্ত দুবে। তার সঙ্গে থাকবেন ঝাড়খণ্ডের বিশিষ্ট নেতা চম্পাই সরেন ও বাবুলাল মারান্ডি। এ উদ্যোগে যোগ দেবেন সিধু-কানহুর বংশধর ও সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় বিজেপিতে যোগ দেওয়া মণ্ডল মুর্মুও।

বিজেপির দাবি, ঝাড়খণ্ডে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশ বাড়ছে এবং রাজ্য সরকার এতে নীরব সমর্থন দিচ্ছে। এ সমস্যার কথা ২০২৪ সালের নির্বাচনেও জোরালোভাবে তুলে ধরেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় তিনি তার প্রচারে ‘রুটি, বেটি ও মাটি’—এ তিন স্তম্ভের মাধ্যমে আদিবাসী সমাজের জীবিকার সংকট, কন্যাসন্তানদের নিরাপত্তা ও জমি রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন।

বিজেপি জানিয়েছে, তারা আদিবাসীদের কল্যাণে অঙ্গীকারবদ্ধ এবং ঝাড়খণ্ড, ওডিশা ও ছত্তিশগড়ে নানা প্রকল্প বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী মোদি প্রতিবছর বীরসা মুন্ডার জন্মদিন ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে উদযাপনের মাধ্যমে তার উত্তরাধিকারকে সম্মান জানান। এ ছাড়া দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়াকেও বিজেপি আদিবাসী নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে তুলে ধরছে।

এ পদযাত্রার মাধ্যমে বিজেপি গ্রামীণ জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চায় এবং একটি শক্ত রাজনৈতিক বার্তা দিতে চায় যে, ঝাড়খণ্ডে এমন একটি সরকার প্রয়োজন, যারা আদিবাসী স্বার্থ রক্ষা করবে, অনুপ্রবেশ রোধ করবে এবং তথাকথিত মাফিয়া রাজকে ভেঙে ফেলবে।

বিজেপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন