বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা *** ভোটের দিন গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি ইসির *** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর

বিইউপি নেবে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ ক্যাটাগরির পদে ৩য় থেকে ১১তম গ্রেডে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে।

১. পদের নাম: অধ্যাপক

পদসংখ্যা: ৬ (ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স বিভাগে ১টি; পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ১টি; অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ১টি; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি এবং ইংরেজি বিভাগে ২টি।)

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

২. পদের নাম: অধ্যাপক (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: ১ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ)

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর

বেতন-ভাতা: সাকল্যে মাসিক বেতন ৮৬,২৫০ টাকা। এ ছাড়া ৫৬,৫০০ টাকা হারে বছরে দুটি উৎসব বোনাস ও নববর্ষ ভাতা দেওয়া হবে।

৩. পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ২ (ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ১টি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি)

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)

৪. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ১৭ (পরিসংখ্যান বিভাগে ১টি; ফিন্যান্স বিভাগে ২টি; ম্যানেজমেন্ট বিভাগে ১টি; মার্কেটিং বিভাগে ২টি; আইন বিভাগে ১টি; মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগে ১টি; পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস বিভাগে ১টি; ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ২টি; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২টি; পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ১টি; ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স বিভাগে ১টি এবং ইকোনমিকস বিভাগে ২টি)

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা:

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৬. পদের নাম: সহকারী প্রোগ্রামার

পদসংখ্যা:

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা:

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৮. পদের নাম: ওয়ার্ক সুপারভাইজার (সিভিল)

পদসংখ্যা:

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠাতে হবে। বিইউপির ওয়েবসাইট (www.bup.edu.bd) থেকে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ফরম নম্বর-১ , ৫ ও ৬ নম্বর পদের জন্য ফরম নম্বর-২ এবং ৭ ও ৮ নম্বর পদের জন্য ফরম-৩ ডাউনলোডের পর পূরণ করে চার সেট আবেদনপত্র (প্রযোজ্য সব কাগজপত্রসহ) এ–ফোর সাইজের খামে পাঠাতে হবে। খামের ওপর প্রার্থীত পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে। পদ–সংশ্লিষ্ট যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিইউপির নিজস্ব সাইট থেকে জানা যাবে।

আবেদন ফি

‘রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’-এর অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৩য়, ৪র্থ, ৯ম ও ১০ম গ্রেডের পদের জন্য ২০০ টাকা এবং ১১তম গ্রেডের পদের জন্য ১৫০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর, ব্যাংকের নাম, শাখা, টাকার পরিমাণ ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর, ঢাকা-১২১৬।

আবেদনের শেষ সময়: ২০শে এপ্রিল ২০২৫।

আরএইচ/এইচ.এস

বিইউপিতে চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন