সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বৃষ্টি কামনায় নামাজ আদায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আদায় করা হয়েছে। বুধবার (২৪শে এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই নামাজ অনুষ্ঠিত হয়। 

নামাজে ইমামতি করেন দাতা সড়কের বড় মসজিদের খতিব আবদুর রহমান। তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে মুসল্লিরা অংশ নেন।

নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। স্থানীয় কাউন্সিলর ও নামাজে অংশ নেওয়া মুসল্লি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ গণমাধ্যমকে বলেন, আমরা এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি।

আরো পড়ুন: প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে পাবনায় নামাজ আদায়

কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে রাজধানীসহ সারা দেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

এইচআ/ আই.কে.জে/ 

নারায়ণগঞ্জ সালাতুল ইস্তিসকা

খবরটি শেয়ার করুন