বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

আমেরিকায় বছরে রেকর্ড ২৪৮ কোটি টাকা আয় মেসির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক’দিন আগেই ৩৮ পেরিয়েছেন লিওনেল মেসি। বয়সকে শুধুই সংখ্যা মনে করে মেসি এগিয়ে চলেছেন দুর্দান্ত গতিতে। মাঠের পারফরম্যান্সে একের পর এক রেকর্ড তো গড়ছেনই। অর্থ উপার্জনের দিক থেকেও রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। খবর এএফপির।

মেজর লিগ সকারে (এমএলএস) বছরে সর্বোচ্চ ২ কোটি ৪ লাখ ৫০ হাজার ডলার পারিশ্রমিক পান মেসি। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪৮ কোটি ৪৪ লাখ টাকা। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) খেলোয়াড়দের বেতনের তালিকা গতকাল বুধবার (২৫শে জুন) প্রকাশ করলে জানা যায় এ তথ্য। বছরে মেসির মোট আয় নির্ধারণ করা হয়েছে এমএলএসের সঙ্গে চুক্তির ভিত্তিতে। ২০২৫ মৌসুম পর্যন্ত এ হিসাব করা হয়েছে। মার্কেটিং বোনাস, এজেন্ট ফি রয়েছে এর মধ্যে।

মেসির পর এমএলএসে বছরে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার হলেন লরেনৎসো ইনসাইনি। টরন্টো এফসির ইনসাইনি পান ১ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি হিসাবে সেটা ১৮৭ কোটি ৫৪ লাখ টাকা। এ তালিকায় তিনে থাকা সার্জিও বুসকেতস আয় করেন ৮৫ লাখ ডলার (১০৩ কোটি ২৫ লাখ টাকা)। ২০২৫-এর ২৫ মে পর্যন্ত এমএলএসপিএ এ হিসাব করে ডেটা বের করেছে। এমএলএসে ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ বুসকেতস।

এমএলএসে স্বাক্ষর করা ৯০২ খেলোয়াড়ের মোট পারিশ্রমিক ৫৮ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭১১৭ কোটি ৮৫ লাখ টাকা। । বছরে দুইবার সংগঠনটি ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে রিপোর্ট প্রকাশ করে থাকে। ২ বছর আগে এমএলএসে বছরে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার ছিলেন ইনসাইনি। মেসি তখনো ইন্টার মায়ামিতে যোগদান করেননি।

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে চলে যান মেসি। সে বছরের জুলাইয়ে মায়ামির হয়ে অভিষেক হয় তার। আমেরিকার ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৬২ ম্যাচ খেলেছেন মেসি। ৫০ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে। মায়ামির জার্সিতে লিগস কাপ, সাপোর্টিং শিল্ড জিতেছেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড।

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন