বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম *** আজ ১৩টি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা *** এইচএসসির স্থগিত ২২শে ও ২৪শে জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

আলোচনায় এবার সন্ন্যাসী কার্তিক মহারাজের যৌনতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের এক নারী পদ্মশ্রী খেতাবপ্রাপ্ত বিতর্কিত সন্ন্যাসী কার্তিক মহারাজ নামে পরিচিত স্বামী প্রদীপ্তানন্দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে দাবি করেছেন, ২০১৩ সাল থেকে বহুবার তিনি ধর্ষণের শিকার হয়েছেন। সন্ন্যাসী কার্তিক মহারাজ একটি বিদ্যালয়ে চাকরির প্রলোভন দেখিয়ে তখন থেকে তার ওপর যৌন নির্যাতন শুরু করেন। খবর এনডিটিভির।

কার্তিক মহারাজ মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত। তবে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, ‘আমার সম্মানহানি করতে ষড়যন্ত্র করা হচ্ছে।’ এ বছর কার্তিক মহারাজ ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পুরস্কার পেয়েছেন। 

সন্ন্যাসী কার্তিকের বিরুদ্ধে এ অভিযোগ এমন এক সময়ে এসেছে, যখন পশ্চিমবঙ্গে আরেকটি ধর্ষণের ঘটনায় রাজনৈতিক অস্থিরতা চলছে। দক্ষিণ কলকাতার একটি আইন কলেজে এক ছাত্রী তার দুই সহপাঠী ও এক স্টাফের হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে কার্তিক মহারাজের বিরুদ্ধে নাবগ্রাম থানায় দায়ের করা মামলায় ভুক্তভোগী অভিযোগ করেন, ২০১২ সালের ডিসেম্বরে কার্তিক মহারাজের সঙ্গে তার পরিচয় হয়। তখন তাকে ‘চানাক আদিবাসী আবাসিক বালিকা বিদ্যালয়’-এ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন কার্তিক। ২০১৩ সালের জানুয়ারিতে তাকে স্কুলের হোস্টেলে থাকতে দেওয়া হয়।

ওই নারীর অভিযোগ, ‘প্রায় প্রতিদিনই কার্তিক আমাকে স্কুল ভবনের পাঁচতলায় নিয়ে ধর্ষণ করতেন। একবার আমাকে পাঁচ দিনের জন্য আশ্রমে থাকতে বলেন কার্তিক মহারাজ। সেখানেও বহুবার ধর্ষণ করেন। পরে তিনি আমাকে বাড়ি ফিরে যেতে বলেন এবং প্রতি মাসে টাকা পাঠানোর আশ্বাস দেন।

ভুক্তভোগী ওই নারী আরও অভিযোগ করেন, ২০১৩ সালে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে কার্তিক (প্রদীপ্তানন্দ) ও স্কুলের কয়েকজন কর্মী তাকে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে গর্ভপাত করাতে নিয়ে যান। তিনি রাজি না হলে হুমকি দেওয়া হয়। দুই কর্মীর উপস্থিতিতে এক চিকিৎসকের সঙ্গে কথা বলে তাকে জোর করে গর্ভপাত করানো হয়। এরপরও তিনি চাকরির অপেক্ষা করতে থাকেন। কিন্তু বারবার যৌন নির্যাতনের শিকার হন।

ওই নারী অভিযোগ করেন, ‘কার্তিক আমাকে মুর্শিদাবাদের নানা আশ্রমে নিয়ে যান। সেখানেও আমি ধর্ষণের শিকার হই। আমি শুধু চাকরির আশায় চুপ ছিলাম। ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ি।’

ওই নারীর দাবি, গত ১২ই জুন তিনি মহারাজের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে ১৩ই জুন সন্ধ্যা ৭টায় বহরমপুরের একটি নির্দিষ্ট স্থানে অপেক্ষা করতে বলেন। তখন দুজন লোক এসে তাকে গাড়িতে তোলে এবং কার্তিকের সঙ্গে আর যোগাযোগ না করতে হুমকি দেয়। এরপর তার সঙ্গে দুর্ব্যবহার করে গাড়ি থেকে ফেলে দেয়। এ ঘটনার কঠোর বিচার দাবি করেছেন ওই নারী।

তবে সন্ন্যাসী কার্তিক দাবি করেন, ‘সবকিছু সময়ই প্রমাণ করে দেবে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের আশ্রমে অনেক নারী কাজ করেন এবং অনেক নারী শিষ্যও আছেন। তাদের জিজ্ঞাসা করুন, সবাই বলবে আমরা নারীদের মাতার মতো সম্মান করি।’

আরএইচ/

পশ্চিমবঙ্গ কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ সন্ন্যাসীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন