বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

ডিম-মুরগির সিন্ডিকেট ধরতে ১৫ দিনের আল্টিমেটাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ১৫ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেটের হোতাদের ধরার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। না হলে খামার বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রোববার (২২শে সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে করপোরেট সিন্ডিকেটকারীদের মতামত নিয়ে ডিম-মুরগির দাম নির্ধারণ করা এবং উৎপাদন খরচ বাড়িয়ে বাজার অস্থির করার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিপিএ সভাপতি সুমন হাওলাদার।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেটের হোতাদের দ্রুত সময়ের মধ্যে ধরতে হবে। এজন্য সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হলো।’

এ দাবি না মানলে খামার বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘দাবি না মানা হলে ধীরে ধীরে খামার বন্ধ করে দেবেন প্রান্তিক খামারিরা।’

করপোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট না ভাঙলে সামনে ডিম-মুরগি বড় লোকের পণ্য হবে বলে মন্তব্য করেছেন বিপিএ সভাপতি।

এর আগে গত ১৭ই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিপিএ জানায়, সরকার নির্ধারিত ডিম-মুরগির দাম অযৌক্তিক। তাই নতুন করে ডিম ও মুরগির দাম নির্ধারণ করতে হবে। ফিড ও বাচ্চার দাম নির্ধারণ না করে ডিম ও মুরগির দাম নির্ধারণ করায় বাজারে অস্থিরতা বাড়বে। করপোরেটদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা ডিম-মুরগির মূল্যতালিকা বাতিল করতে হবে। খামারি, ভোক্তা ও ব্যবসায়ীদের যুক্ত করে নতুন করে দাম নির্ধারণ করতে হবে।

ওআ/ আই.কে.জে/

ডিম-মুরগি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন