চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। ছবি: সংগৃহীত
২০২৩ সালের ডিসেম্বরে ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে নির্মাতা রেদওয়ান রনি জানিয়েছিলেন, নতুন সিনেমা বানাচ্ছেন তিনি। ‘দম’ নামের সিনেমাটি তৈরি হবে সত্য ঘটনা অবলম্বনে। পোস্টারে দেখা গিয়েছিল চারপাশে পাহাড়, মরুভূমি আর তার মধ্যে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে একটি ছেলে। তার চোখ বাঁধা। ধারণা করা হয়েছিল, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্পই ফুটে উঠবে সিনেমায়।
তখনই জানানো হয়েছিল, দম সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। অভিনেতা নিজেও বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, ‘এ সিনেমার গল্পটা যখন রনি আমাকে শোনায়, তখন হতবাক হয়ে গিয়েছিলাম। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের।’
এবার জানা গেল, দম সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে আফরান নিশোও থাকবেন। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর দম হতে যাচ্ছে নিশোর তৃতীয় সিনেমা। এটি দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও নিশোকে। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘দম একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম, বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি রয়েছে, যা শুধু আমার না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।’
জে.এস/
খবরটি শেয়ার করুন