বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে যে কারণে এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৬ অপরাহ্ন, ১১ই জুন ২০২৫

#

সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হারের দিনে হেরেছে ভারতও। গতকাল মঙ্গলবার (১০ই জুন) হংকংয়ের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। বিপরীতে বাংলাদেশ নিজেদের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরেছে ২-১ ব্যবধানে। হারের ফলে চার দলের গ্রুপ ‘সি’তে চার নম্বরে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হেরেও ভারতের ওপরে তিন নম্বরে বাংলাদেশ। তবে দুই দলেরই অর্জন সমান ১ পয়েন্ট।

সমান পয়েন্ট নিয়েও ভারতের চেয়ে কেন এগিয়ে বাংলাদেশ? সে ব্যাপারটি স্পষ্ট করা যাক। বাংলাদেশ ও ভারত দুই দলই দুটি করে ম্যাচ খেলেছে। নিজেদের মধ্যে একটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে তাদের। একটি করে ম্যাচ হেরেছে। তারপর পয়েন্ট টেবিলে দেখা হয় গোল ব্যবধান। হামজা ও সুনীলদের গোল ব্যবধানে সমান (–১)।

তাহলে বাংলাদেশ এগিয়ে আছে কোথায়? মূলত ভারত টুর্নামেন্টে এখনো কোনো গোল করতে পারেনি। বাংলাদেশ একটি গোল করেছে সিঙ্গাপুরের বিপক্ষে। এ কারণেই পয়েন্ট টেবিলে ভারতের চেয়ে এগিয়ে হামজা চৌধুরীরা।

সুনীল ছেত্রীরা হংকং ম্যাচ জিততে পারলে পুরস্কার হিসেবে পেতেন ৪২ লক্ষ রুপি। আগেই এ ঘোষণা দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এ টনিকে উজ্জীবিত না হয়ে উল্টো ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে ভারত। তাতে গ্রুপের তলানীতে তারা। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর। সমান ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করে দুই হংকং।

এইচ.এস/

বাংলাদেশ ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন