শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে দেশ ছাড়ছেন মিয়ানমারের যুবকরা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারে সম্প্রতি সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তারপর থেকেই দেশ ছেড়ে পালাচ্ছেন যুবকরা। মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম এমন খবর জানিয়েছে।

মান্দালাতে থাই দূতাবাসের সামনে ভিসাপ্রার্থীদের ভিড়ের চাপে নিহত হয়েছে অন্তত দুইজন। আহত আরো বেশ কয়েকজন।

এদিকে, ইয়াংগুনে থাইল্যান্ডের ভিসা আবেদনের জন্য ভোর সাড়ে তিনটা থেকে লাইনে দাঁড়াচ্ছেন যুবকরা। ভিসাপ্রার্থী এক কিশোরী বলেন, ভোরে এসে যখন লাইনে দাঁড়াই, তখনও দেখি আরো ৪০ জন আগেই এসে দাঁড়িয়ে আছেন। ঘণ্টাখানেকের মধ্যে তিনশ লোক জড়ো হয়।এরকম পরিস্থিতি থাইল্যান্ডের ভিসা অফিস বন্ধের আশঙ্কা করছেন তারা।  

আরো পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে প্রতারণা, কঠোর পদক্ষেপের ঘোষণা সরকারের

ভিসাপ্রার্থী এক যুবক জানান, বিদেশি শত্রুদের সাথে আমরা লড়াই করছি না। নিজেদের সাথেই লড়াই করছি। সেনাবাহিনীতে যোগ দিলে নিজ দেশের লোককেই মারতে হবে। তাই তারা দেশ ছেড়ে পালাচ্ছেন। 

সূত্র: বিবিসি

এইচআ/  

মিয়ানমার জান্তা সরকার

খবরটি শেয়ার করুন