শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রমজানের দ্বিতীয় জুমায় আল-আকসায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় আল-আকসা মসজিদে একসঙ্গে নামাজ পড়েছেন ১ লাখ ২০ হাজার মুসল্লি। শুক্রবার (২২শে মার্চ) ইসরায়েলের নিরাপত্তাবাহিনীর ব্যাপক বাধা সত্ত্বেও পবিত্র ভূমি জেরুজালেমের আল-আকসায় জড়ো হন এসব মুসল্লি।

আরো পড়ুন: গলফ কার্টে বসে ওমরাহ করার ব্যবস্থা চালু সৌদি আরবের

১ লাখ ২০ হাজার মুসল্লির নামাজ আদায়ের বিষয়টি নিশ্চিত করেছে জেরুজালেমের ইসলামিক প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট বসিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ইসরায়েল। এছাড়া ওল্ড সিটির উন্মুক্ত গেইটে লোহার ব্যারিকেড বসিয়েছে তারা।

এর আগে রমজানের প্রথম জুমায় আল-আকসায় ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছিলেন। কিন্তু ওইদিন মসজিদটিতে শুধু ৫৫ বছরের উর্ধ্বের পুরুষ এবং ৫০ বছরের উর্ধ্বের নারীদের প্রবেশ করতে দেওয়া হয়। এছাড়া আগে থেকেই অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা দিয়েছিল ইসরায়েল।

ফলে বেশিরভাগ প্যালেস্টাইনি প্রথম জুমায় আল-আকসায় প্রবেশ করতে পারেননি।

উল্লেখ্য, ইসলামের তৃতীয় পবিত্র স্থান হলো আল-আকসা মসজিদ। 

সূত্র: আলজাজিরা

এইচআ/ আই.কে.জে/

আল-আকসা মসজিদ পবিত্র রমজান জুমা নামাজ

খবরটি শেয়ার করুন