শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গলফ কার্টে বসে ওমরাহ করার ব্যবস্থা চালু করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ওমরাহকারীরা যেন পবিত্র কাবা শরীফে তাওয়াফ করতে পারেন সে জন্য স্মার্ট গলফ কার্টের ব্যবস্থা করেছে সৌদি আরব। 

পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর ওমরাহ হজ করার জন্য মক্কার কাবা শরীফে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছেন। যার মধ্যে অনেক বয়স্ক ও অসুস্থ মানুষ রয়েছেন। তারা যেন সহজে ওমরাহ করতে পারেন সে জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে নিয়ে আসা হয়েছে গলফ কার্ট।

এই গলফ কার্টগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এগুলো মসজিদের ছাদে সুন্দরভাবে চলতে পারে। মসজিদের ছাদে ওঠার জন্য বাদশা আব্দুল আজিজ গেট এবং বাব আল উমরাহ লিফটের কাছে যেতে হবে।

প্রতিদিন বিকাল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। একেকটি গলফ কার্টে একসঙ্গে ১০ জন করে বসতে পারবেন। সবমিলিয়ে ওই জায়গায় ৫০টি গলফ কার্ট থাকবে। এই সেবাটি পেতে একেকজনকে ২৫ রিয়াল খরচ করতে হবে।

আরো পড়ুন: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে গলফ কার্টের মাধ্যমে ওমরাহ করার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, কার্টে বসে আছেন ওমরাহকারীরা। যেগুলো তাদেরকে নিয়ে কাবা তাওয়াফ করছে।

কাবা তাওয়াফ করার জন্য গলফ কার্ট নিয়ে ২০১৪ সাল থেকেই পরিকল্পনা করছিল সৌদি আরব। প্রয়াত বাদশা আব্দুল্লাহ সাধারণ মানুষের সুবিধার্থে গলফ কার্ট সেবা চালুর নির্দেশনা দিয়েছিলেন।

বিশ্বের সব দেশের মুসল্লিরা যেন খুব সহজে এবং ঝামেলা ছাড়া ওমরাহ পালন করতে পারেন সেটি চিন্তা করে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। বিশেষ করে দেশটি ওমরাহ ভিসা খুবই সহজ করে দিয়েছে।

সূত্র: গালফ নিউজ

এইচআ/ আই.কে.জে/


ওমরাহ গলফ কার্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন