শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শীতের শেষে বেড়েছে তীব্রতা, ১৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিদায় নিতে চলেছে শীতকাল। এরইমধ্যে দে‌শের ক‌য়েক জায়গায় মৃদু শৈত‌্যপ্রবাহের কারণে সারা দেশে রাতের তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমে ফের বেড়েছে শীতের তীব্রতা। ত‌বে আবহাওয়া অফিস জানিয়েছে, এটিই ছিল এই বছ‌রের শেষ শৈত‌্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ফেব্রুয়ারির দীর্ঘমেয়াদি প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম ছিল। জানুয়ারিতে চার দফায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়। বৃহস্পতিবার থেকে আবার শৈত্যপ্রবাহ শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগ এবং কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও রংপুর বিভাগের জেলার সংখ্যা ১৬। সেই অনুযায়ী দেশের ১৯ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে।

আরও পড়ুন: সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি, মৃদু শৈত্যপ্রবাহ বইছে

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, তাপমাত্রা কাল থেকে একটু একটু করে বাড়তে থাকবে। আজই দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের চেয়ে বেড়েছে। কাল অবশ্য চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের তাপমাত্রা একটু কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই তেঁতুলিয়াতেই, ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এসসেক/ 

আবহাওয়া অফিস শৈত্যপ্রবাহ

খবরটি শেয়ার করুন