সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় প্রভাবশালী মার্কিন সিনেটরের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২৪শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্য নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে করা গ্রেফতারি পরোয়ানায় আবেদনে সমর্থন জানিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। একইসঙ্গে আন্তর্জাতিক আইনকে সম্মান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২১শে মে) রাতে বার্নি স্যান্ডার্স বলেন, ‘আমি দেখছি আইসিসি আন্তর্জাতিক আইন ন্যূনতম শালীনতার মান বজায় রাখার চেষ্টা করছে। আমাদের সরকারেরও অন্তত এটুকু করা উচিত।’

প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে নেতানিয়াহুসহ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানায় জারির এই আবেদন করেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের। একইসঙ্গে হামাসের তিন নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানায় আবেদন জানিয়েছিলেন তিনি।

আরো পড়ুন: রাইসির মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো সেনাবাহিনী

স্যান্ডার্স বলেন, গত বছর আইসিসি যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী ঘোষণা করে, তখন মার্কিন সরকার তার সিদ্ধান্তকে স্বাগত জানায়।

বার্নি স্যান্ডার্স আরও বলেন, কেউ কেউ যুক্তি দিয়েছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইসরায়েলি সরকারপ্রধানকে পুতিনের সঙ্গে তুলনা করা অন্যায্য। পুতিন একটি কর্তৃত্ববাদী ব্যবস্থা পরিচালনা করেন। তবে আমি বলতে চাই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত কর্মকর্তারাও যুদ্ধাপরাধ করতে পারেন।

মার্কিন সিনেটর বলেন, আইসিসি তার কাজ করছে। তার যা করার কথা তা করছে। আইসিসি সিদ্ধান্তে আমাদের সম্মান জানানো উচিত। আমরা শুধু আমাদের জন্য সুবিধাজনক আইনগুলোর প্রয়োগ চাইতে পারি না।

সূত্র: আনাদোলু  

এইচআ/  

বেঞ্জামিন নেতানিয়াহু বার্নি স্যান্ডার্স

খবরটি শেয়ার করুন