আইআরজিসির কমান্ডার ইসমাইল কানি। ছবি: আনাদোলু
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। এমনটাই দেখা গেছে গতকাল মঙ্গলবার (২৪শে জুন) তেহরানে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘বিজয়’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সময়। স্থানীয় গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ওই অনুষ্ঠানে জনতার ভিড়ের মধ্যে ছিলেন কানি। সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘অপারেশন ডিভাইন ভিক্টরির পর আজ (মঙ্গলবার) তেহরানের জনগণের সমাবেশে উপস্থিত ছিলেন কমান্ডার কানি।’
রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত প্রেস টিভিও ভিডিওটি প্রকাশ করে জানিয়েছে, ‘কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি তেহরানে বিজয় উদ্যাপন অনুষ্ঠানে উল্লসিত জনতার উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এ বিজয় উদ্যাপন ছিল জায়োনিস্ট (ইসরায়েলি) শাসকগোষ্ঠীর বিরুদ্ধে।’
এর আগে চলতি মাসের শুরুতে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরায়েলের চালানো হামলায় নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক নেতা কানিও রয়েছেন।
গত ১৩ই জুন থেকে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে সামরিক ও পারমাণবিক স্থাপনাও রয়েছে। ইসরায়েল দাবি করছে, তেহরান পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবে ইরান এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
খবরটি শেয়ার করুন