ছবি: সংগৃহীত
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১টি পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে আগামীকাল রবিবার (২৭শে এপ্রিল) থেকে আবেদন শুরু।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, নিজ জেলাসহ অন্যান্য সব তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে, অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তী সময়ে হুবহু সেভাবে লিখতে হবে। মুদ্রিত/হস্তলিখিত কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
পদের নাম ও পদসংখ্যা
পদের নাম: ডাটা-এন্ট্রি অপারেটর;
পদসংখ্যা: ২০;
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬);
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
*যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test–এ উত্তীর্ণ হতে হবে;
আবেদন ফি: আগ্রহী প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনে বয়স
১লা এপ্রিল ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে সবোর্চ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটটি (www.bhbfc.gov.bd) থেকে আবেদনপত্র পূরণ করতে হবে;
সময়সীমা: আগামী ২৬শে মে ২০২৫ পর্যন্ত;
সূত্র: প্রথমআলো
আরএইচ/