সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আরেক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ও ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস। রোববার (২১শে জানুয়ারি) সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচনি প্রচার চলাকালেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

রিপাবলিকান প্রার্থী বাছাইয়ে মঙ্গলবার (২৪শে জানুয়ারি) নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হবে। তার ঠিক আগে সরে দাঁড়ানোর কথা জানালেন ডিস্যান্টিস। এর আগে নিউ হ্যাম্পশায়ারে তিনি একক সংখ্যার ভোট পেয়েছিলেন।

চলতি বছরের নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন ছিলেন তিনি। রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ট্রাম্পের বিপক্ষে তাকেই সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ট্রাম্পের জন্য প্রার্থীতার নিশ্চয়তা আরো পাকা হলো।

আরো পড়ুন: নর্থ কোরিয়া সফরে যাচ্ছেন পুতিন

রোববার (২১শে জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার ) দেওয়া এক ভিডিও বার্তায় ডিস্যান্টিস বলেন, আমি নির্বাচনী সব ধরনের প্রচারণা থেকে সরে এসেছি ও প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাচ্ছি। কারণ বিষয়টি আমাদের কাছে স্পষ্ট যে বেশিরভাগ রিপাবলিকান ভোটার ডোনাল্ড ট্রাম্পকেই আরেকবার সুযোগ দিতে চান।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধের বিষয়ে ডিস্যান্টিস বলেন, জো বাইডেন থেকে ট্রাম্প বেশি আলোচনায় রয়েছেন। তাছাড়া নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে যেসব জরিপ করা হয়েছে ও হচ্ছে, সেগুলোতে বাইডেনের চেয়ে ট্রাম্প অনেক বেশি এগিয়ে। আমি রিপাবলিকান মনোনীত প্রার্থীকে সমর্থন করার জন্য একটি অঙ্গীকারে সই করেছি ও আমি তা রক্ষা করবো।

সূত্র: বিবিসি

এইচআ/ আই.কে.জে/

ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪ গভর্নর রন ডিস্যান্টিস

খবরটি শেয়ার করুন