শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষার বিশেষ জুতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

রিমঝিম বর্ষার দিনে ইলিশ খিচুড়ি বেশ জমে যায়। আবার পাহাড় বা প্রকৃতির রূপ দেখার জন্যও বর্ষা হতে পারে সেরা সময়। তবে বর্ষার বিড়ম্বনাও কিন্তু কম নয়। হঠাৎ আসা বৃষ্টিতে রাস্তায় জমে যাওয়া পানি ও কাদা মাড়িয়ে অফিসে যাওয়া বা দৈনন্দিন কাজে যাওয়ার ঝক্কিকে অস্বীকার করার উপায় নেই। বৃষ্টির দিনের জন্য যুতসই পোশাক ও জুতার খোঁজে বের হয়ে পড়ার সময় চলে এসেছে। কারণ সারা বছর যে জুতা বা স্যান্ডেল পরে দাপিয়ে বেড়ান, বর্ষার সময় সেই জুতাই উল্টো ডেকে আনে বিপত্তি। পিছলে যাওয়া বা ভিজে গেলে সহজে না শুকানোর মতো সমস্যা এড়াতে চাইলে জেনে নিন বর্ষার দিনে কোন জুতায় মিলবে আরাম। 

বর্ষার দিনে স্লাইডার জুতা বেশ মানানসই। ভিজে গেলেও খুব একটা ক্ষতি হয় না এই ধরনের জুতার। আবার জিনস, টপ বা অন্যান্য পোশাকের সঙ্গেও বেশ মানিয়ে যায়। 

বৃষ্টির দিনের জন্য আদর্শ হচ্ছে ফ্লিপ ফ্লপ স্যান্ডেল। ওয়াই আকৃতির স্ট্র্যাপসহ স্যান্ডেলই হচ্ছে ফ্লিপ ফ্লপ। এগুলো ঝটপট পরে বের হয়ে যাওয়া যায়। কাদা পানি লাগলেও সহজে পরিষ্কার করা যায়।

আরো পড়ুন : এই সময়ে কেমন শার্ট পরবেন?

পা ঢাকা ক্রক্‌স জুতা রাখতে পারেন জুতার আলমারিতে। ক্রক্‌স জুতার নকশায় ছোট ছোট ছিদ্র থাকে, ফলে পা ভিজে গেলেও দ্রুত শুকিয়ে যায়। ফলে ছত্রাক সংক্রমণের ভয় থাকে না। 

বর্ষার জুতা হিসেবে রাবার বা প্লাস্টিকের স্যান্ডেল বেছে নিতে পারেন। প্লাস্টিকের ব্যালেরিনা সু হতে পারে চমৎকার বিকল্প। এগুলো সহজে পিছলে যায় না, আবার ধুয়ে ফাইল শুকিয়ে যায় দ্রুত।

স্বাচ্ছন্দ্যবোধ করলে স্নিকার্স পরতে পারেন। এই ধরনের জুতা বেশ আরামদায়ক, পিছলে যাওয়ার ঝুঁকি কম। তবে ভিজে গেলে শুকাতে সময় বেশি নেয় স্নিকার্স।  

বর্ষার জুতা হিসেবে রাবার বা প্লাস্টিকের স্যান্ডেল বেছে নিতে পারেন। প্লাস্টিকের ব্যালেরিনা সু হতে পারে চমৎকার বিকল্প। এগুলো সহজে পিছলে যায় না, আবার ধুলে শুকিয়ে যায় দ্রুত।

কাপড়ের জুতাও বর্ষার জন্য ভালো। কাদা-পানি লেগে গেলেও শুকাতে খুব একটা সময় নেয় না এগুলো। তবে কাদা লেগে গেলে সঙ্গে সঙ্গে ঘষবেন না এই ধরনের জুতা। এতে দাগ বসে যাবে। শুকিয়ে গেলে টিস্যু দিয়ে উঠিয়ে এরপর ধুয়ে নিন। 

সাবধানতা

বর্ষার সময় চামড়ার জুতা এড়িয়ে চললেই ভালো করবেন। কারণ পানিতে নষ্ট হয়ে যায় চামড়ার জুতা।

বর্ষার সময় হিল জুতা এড়িয়ে চলুন। তবে একেবারে ফ্ল্যাট জুতা বেছে না নিলে সামান্য উঁচু সমান হিলের জুতা পরতে পারেন। এতে পা দুটি বর্ষার ময়লা পানি থেকে সুরক্ষিত থাকবে।

কিছু নরম জুতার ভেতরে সহজেই পানি ঢুকে যায় এবং এবং পা ফেলার সঙ্গে সঙ্গে এক ধরনের অস্বস্তিকর আওয়াজ হতে থাকে। এই ধরনের জুতা বা স্যান্ডেল বর্ষার সময় এড়িয়ে চলুন।

এস/ আই.কে.জে/

 

টিপস বর্ষার জুতা

খবরটি শেয়ার করুন