বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে তরমুজের দাম, বিক্রি হচ্ছে মাইকিং করে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে মাইকিং করে বিক্রি হচ্ছে তরমুজ। এছাড়া দাম কমে কেজিতে ৩০ টাকা দরে বিক্রি হওয়ায় ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (২৬শে মার্চ) গোয়ালন্দ বাজার ও পৌর জামতলা বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।

দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাজারে তরমুজ কিনতে আসা ক্রেতা মানিক গণমাধ্যমকে বলেন, বাড়ি থেকে বাচ্চারা তরমুজ খেতে চাওয়ায় গোয়ালন্দ বাজারে তরমুজ কিনতে এসেছি। এসে দেখি তরমুজের দাম কেজিতে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তাই ১০ কেজি ওজনের একটা তরমুজ কিনলাম।

পৌর জামতলার দেওয়ানপাড়া গ্রামের তরমুজ কিনতে আসা ক্রেতা মিসুক গণমাধ্যমকে বলেন, গত কয়েক দিন তরমুজের দাম অনেক বেশি ছিল। এখন কেজিতে দাম কম হওয়ায় ৩০ টাকা কেজি দরে ৮ কেজি ওজনের একটা তরমুজ কিনেছি।

আরো পড়ুন: ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৮৫ জন

গোয়ালন্দ বাজারের তরমুজ ব্যবসায়ী কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ১৯শে ফেব্রুয়ারি বরিশাল থেকে ২ ট্রাক তরমুজ ৪০-৫০ টাকা কেজি দরে কিনে এনেছিলাম। এখন দাম একটু কমে যাওয়াতে টাকা তোলার জন্য তরমুজগুলো ছেড়ে দিচ্ছি। অপর তরমুজ ব্যবসায়ী শহিদুল ইসলাম  গণমাধ্যমকে বলেন, তরমুজ ৩০ টাকা কেজি দরে হওয়ায় আমাদের তরমুজ ভালো বিক্রি হচ্ছে। এখন একটু লোকসান হচ্ছে বলে জানান।

পৌর জামতলা বাজারের তরমুজ ব্যবসায়ী রনি গণমাধ্যমকে জানান, আমরা মাইকিং করে কেজি দরে তরমুজ বিক্রি না করে, পিস হিসেবে নির্দিষ্ট টাকা ধরে বিক্রি করছি। এতে সব শ্রেণির ক্রেতারা তরমুজ কিনতে পারছেন। মাহে রমজান মাসে জনগণের একটু সেবা দেওয়া হচ্ছে বলে জানান।

এইচআ/ 

দাম তরমুজ মাইকিং

খবরটি শেয়ার করুন