বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম

‘যুদ্ধবিরতির’ পর সবাই নিজেকে ‘বিজয়ী’ দাবি করছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানে ইসরায়েলের হামলা, ইরানের প্রত্যাঘাত, ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকার হামলা ও কাতারে আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের প্রত্যাঘাতের পর যে ‘যুদ্ধবিরতি’ ঘোষণা করা হয়েছে, তাতে সব পক্ষই নিজেদের ‘বিজয়ী’ দাবি করছে। আজ মঙ্গলবার (২৪শে জুন) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সব পক্ষেরই ‘যুদ্ধবিরতির’ প্রতি শ্রদ্ধা জানানোর যথেষ্ঠ কারণ আছে। সবাই নিজেদের ‘বিজয়’ দেখছে। ইসরায়েল তাদের সামরিক অভিযানের সাফল্য উদযাপন করছে। সেই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’ বা ‘উদীয়মান সিংহ অভিযান’।

ইসরায়েলি হামলায় ইরানে বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। আমেরিকার সহায়তায় ইরানের তিন প্রধান পারমাণবিক কেন্দ্রে ব্যাপক বিধ্বংসী হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ইরানে হামলা করাতে পেরেছেন। গত কয়েক দশকের আমেরিকার কোনো প্রেসিডেন্ট ইরানে হামলায় রাজি ছিলেন না।

‘যুদ্ধবিরতির’ ফলে ইসরায়েলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পড়বে। দেশটি গত দুই বছর ধরে গাজায় হামাসের বিরুদ্ধে ‘লড়াই’ করছে। সেখানে ‘যুদ্ধ’ বন্ধের পরিকল্পনা ইসরায়েলের পক্ষ থেকে এখনো প্রকাশ করা হয়নি। আশা করা হচ্ছে, এ ‘যুদ্ধবিরতি’ ইসরায়েলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

পাশাপাশি এ ‘যুদ্ধবিরতি’ ইরানের জন্য ‘দম নেওয়ার’ সুযোগ। সেখানকার জনগণ প্রতিনিয়ত বোমা হামলার শিকার হচ্ছেন। গত ১২ দিনের যুদ্ধে বেশ কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েলি হামলায় ইরানে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে বহু বছর লেগে যাবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় চরম আর্থিক দুর্দশায় থাকা খনিজসমৃদ্ধ এ দেশটির পক্ষে এ ক্ষতি পুষিয়ে নেওয়া সহজ হবে না।

এ ‘বিজয়’ ক্ষণস্থায়ী হতে পারে। ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল। আবারও হামলা শুরুর হুমকি দিয়েছেন দেশটির গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী।

যুদ্ধবিরতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন