বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম

প্রাকৃতিকভাবে পুরুষের হরমোন টেস্টোস্টেরন বাড়ানো যায় যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

পুরুষের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য টেস্টোস্টেরন হরমোন জরুরি উপাদান। ‘পুরুষ হরমোন’ হিসেবেও পরিচিত টেস্টোস্টেরন শরীর গঠন, মনমেজাজ থেকে শুরু করে যৌনজীবনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে শুরু করে। প্রশ্ন হলো, জীবনযাত্রায় পরিবর্তন বা প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে কি এই হরমোনের নিঃসরণ বাড়ানো সম্ভব?

প্রশ্নর উত্তর হলো, হ্যাঁ। গবেষণায় দেখা গেছে, জীবনযাপনে কিছু পরিবর্তন এবং নিয়মশৃঙ্খলা মেনে চললে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ বাড়ানো সম্ভব। জেনে রাখতে পারেন সেসব উপায়।

খাদ্যাভ্যাসে পরিবর্তন

প্রথমত, সুষম খাদ্যাভ্যাস অবশ্যই জরুরি। কিছু নির্দিষ্ট খাবার আছে, যেসব টেস্টোস্টেরন বাড়ায় বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এর মধ্যে একটি হলো আদা। এটি আমরা সচরাচর খাবারে ব্যবহার করি মসলা হিসেবে। এটি রক্তে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে পারে। পাশাপাশি বয়সজনিত নেতিবাচক রাসায়নিক প্রতিক্রিয়াও প্রতিরোধ করে। বেদানা বা ডালিমও আরেকটি গুরুত্বপূর্ণ খাবার। ডালিমের রস টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে পারে। পাশাপাশি এটি রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়তা করে, যা টেস্টোস্টেরনের জন্য উপকারী।

ঠাণ্ডা পরিবেশ

গবেষণায় দেখা গেছে, ঠাণ্ডা পরিবেশ টেস্টোস্টেরন নিঃসরণে উপকারী। বেশি ঠাণ্ডা পরিবেশে থাকলে শরীর নিজেকে গরম করতে বেশি মাত্রায় টেস্টোস্টেরন তৈরি করে। তাই এ হরমোনের নিঃসরণ বাড়াতে ঠাণ্ডা পানিতে নিয়মিত গোসল, বরফ নিমজ্জিত পানিতে ডুবে থাকার মতো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এ কারণে ক্রীড়াবিদরা ব্যায়াম শেষে ঠাণ্ডা পানিতে গোসল করেন বা বরফ নিমজ্জিত পানিতে ডুবে থাকেন।

ব্যায়াম

যে কোনো ধরনের ব্যায়াম বা শরীরচর্চা রক্তে টেস্টোস্টেরন বাড়াতে সহায়ক। তবে নির্দিষ্ট কিছু ব্যায়াম, যেমন স্কোয়াট, ডেডলিফট, বেঞ্চ প্রেস, পুশ আপ বেশি উপকারী।

ভিটামিন ও লবণ

জিংক প্রজননক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। ভিটামিন ডি-ও একইভাবে কার্যকর বলে প্রমাণিত। ম্যাগনেশিয়াম ও বোরনও রক্তে টেস্টোস্টেরনের নিঃসরণ বাড়াতে সক্ষম। ম্যাগনেশিয়াম বেশি পাবেন পাতাযুক্ত সবজি ও বাদামের মতো খাবারে। বোরন পাবেন বিভিন্ন ফল, যেমন আপেল, অ্যাভোকেডোসহ কিশমিশের মতো খাবারে। এক গবেষণায় দেখা গেছে, সপ্তাহে একবার পর্যাপ্ত বোরন সাপ্লিমেন্ট গ্রহণ করলে টেস্টোস্টেরনের নিঃসরণ বাড়তে পারে।

প্লাস্টিক থেকে সাবধান

বিভিন্ন রাসায়নিক পদার্থ, যেমন প্লাস্টিক ও প্লাস্টিকজাত পাত্র কিন্তু টেস্টোস্টেরন নিঃসরণ হ্রাস করতে পারে। এ কারণে প্লাস্টিকজাত পাত্র বা বোতলে খাবার না খাওয়াই উত্তম।

পুরুষের যৌন শক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন