শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শিশু সন্তানদের কাছ থেকে ‘ঘরভাড়া’ নেন মা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

একটা বয়স পর্যন্ত সন্তানদের ভরণপোষণের পাশাপাশি হাতখরচও দিয়ে থাকেন বাবা-মা। সাধারণত সেই অর্থ ফেরত নেন না কেউই। তবে আমেরিকান এক মা শিশু সন্তানদের কাছ থেকে ‘থাকা-খাওয়ার’ খরচ নিচ্ছেন বলে জানান। আর এ ঘটনা রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল। 

সামান্থা বার্ড নামের এই মা তার তিন সন্তানের কাছ থেকে ঘরভাড়া ও খাওয়ার খরচ নেন বলে নিজেই জানিয়েছেন। তবে এর নেপথ্যে রয়েছে মজার ও শিক্ষণীয় বিষয়। এক টিকটক ভিডিওতে সামান্থা পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। 

আরো পড়ুন : স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা, পান করেন পা ধোয়া পানি!

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, প্রতি মাসের শুরুতে ৬, ৮ ও ৯ বছর বয়সী তিন সন্তানকে ৬ ডলার বা প্রায় ৬০০ টাকা দেন সামন্থা বার্ড। সেই টাকা থেকে অর্ধেক অর্থাৎ ৩ ডলার করে মাকে ফেরত দিতে হয় সন্তানদের। আর এই টাকা দিয়ে কেনা হয় সংসারের প্রয়োজনীয় জিনিস। 

কিন্তু কেন এই অদ্ভুত পন্থা, এর ব্যাখ্যাও দিয়েছেন সামান্থা। তিনি জানান, ছেলেমেয়েদের কাছ থেকে ঘরভাড়া, খাওয়া ও অন্যান্য খরচ বাবদ এই অর্থ নেন। সব কিছু যে বিনামূল্যে পাওয়া যায় না তা বোঝাতেই এমনটি করেন তিনি। 

সামান্থা মনে করেন মাসে মাসে এভাবে টাকা সঞ্চয় ও ফেরত দেওয়ার কারণ সন্তানদের দায়িত্ব নিতে শেখানো। নিজের দায়িত্ব নিজেকে নিতে শিখতে হবে। একটা সময়ের পর প্রত্যেককেই এটি শিখতে হয়। সামান্থা চান তার ছেলেমেয়েরা ছোট থেকেই তা শিখুক। তাছাড়া এতে মাসের খরচের হিসেব রাখা সুবিধা হয় বলেও মনে করেন এই মা।

এস/  আই.কে.জে/

মা শিশু সন্তান ‘ঘরভাড়া

খবরটি শেয়ার করুন