ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আজ সোমবারের (২১শে জুলাই) আলোচনা মুলতবি করা হয়েছে। এ সময় আলোচনা অনুষ্ঠানে আসা সবাই নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ ছাড়া হতাহতদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
আজ বেলা ১১টায় আলোচনা শুরু হয়। দুপুরের বিরতির পর আবার যথারীতি আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অর্ধদিন আলোচনা শেষে ঐকমত্যে পৌঁছানো যায়নি।
জাতীয় ঐকমত্য কমিশের সহসভাপতি আলী রীয়াজ বলেন, উড্ডয়নকারী বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান আজ বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। জাতীয় ঐকমত্য কমিশন এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। কমিশন নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছে।
কমিশন শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়। সব রাজনৈতিক দল এবং নাগরিকদেরও আহত ব্যক্তিদের পাশে এসে দাঁড়াতে আহ্বান জানান আলী রীয়াজ।
খবরটি শেয়ার করুন