শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বাতিঘরের নাটক ‘ঊর্ণাজাল’-এর ৩৫তম প্রদর্শনী ১৫ই মে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

বাতিঘরের নাটক ঊর্ণাজাল -ছবি : সুখবর

এক বছর পর আগামীকাল ১৫ই মে, বুধবার সন্ধ্যা ৭টায় বাতিঘর নাট্যদলের জনপ্রিয় নাটক ''ঊর্ণাজাল'' এর ৩৫তম প্রদর্শনী হতে যাচ্ছে। প্রদর্শনীটি হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। বাতিঘর নাট্যদলের ৩য় প্রযোজনা 'ঊর্ণাজাল'' এর রচনা ও নির্দেশনায় রয়েছেন বাকার বকুল। 

নাটক সংক্ষেপ-

বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে।

আরো পড়ুন : প্রকৃতি-প্রেম আর ভালোবাসায় রবীন্দ্রনাথ ঠাকুর

অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে নেয় কে বা কারা। এ সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়েছে ঊর্ণাজাল এর কাহিনি।

নাটকটিতে অভিনয় করছেন মুক্তনীল, সাদ্দাম রহমান, সঞ্জয় গোস্বামী, সুইটি সরকার, খালিদ হাসান রুমি, মনিরুজ্জামান ফিরোজ, শিশির সরকার, সঞ্জয় হালদার, স্বরণ বিশ্বাস, তারানা তাবাসসুন চেরী, ফয়সাল আহম্মেদ, রাজু আহম্মেদ, মৃধা অয়োমী, রাজা, শৈবাল, ইয়াসির সহ বাতিঘরের নাট্যকর্মীরা। 

সময়ের আলোচিত এবং সাহসী প্রযোজনা ‘ঊর্ণাজাল’ নাটক দেখার টানে বার বার নাট্যপ্রেমীদের সমাগম ঘটেছিল বিগত কয়েকটি মঞ্চায়নে। 

সার্বিক তথ্যের জন্য - 

বাতিঘর এর ফেইসবুক গ্রুপ: www.facebook.com/groups/batighartheatreaudience

বাতিঘর এর ফেইসবুক পেইজ: www.facebook.com/batighartheatre

এস/ আই.কে.জে/ 

বাতিঘর ঊর্ণাজাল

খবরটি শেয়ার করুন