ছবি: সংগৃহীত
ইসরায়েলের হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শীর্ষ বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আগামী শনিবার (২৮শে জুন) অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর আজ বুধবার (২৫শে জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১২ দিন ধরে চলা ইহুদি রাষ্ট্রের আগ্রাসনে শহীদ কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আগামী শনিবার রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে এ আয়োজন শুরু হবে।
গত ১৩ই জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। এ সংঘাতের মধ্যে ২১শে জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালায়। এর জবাব দেয় ইরান।
পরদিন ২৩শে জুন কাতারের আমেরিকার সামরিক ঘাঁটি নিশানা করে ইরান হামলা চালায়। টানা ১২ দিন ধরে চলা এ সংকটের মধ্যে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা গতকাল মঙ্গলবার (২৪শে জুন) কার্যকর হয়েছে।
সংঘাতে ইরানের অন্তত ১৪ জন বিজ্ঞানীকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও।
খবরটি শেয়ার করুন