বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম *** আজ ১৩টি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

পাল্টাপাল্টি হামলার পরও ট্রাম্প বলছেন ‘যুদ্ধবিরতি কার্যকর’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যুদ্ধবিরতি কার্যকর’ রয়েছে, যদিও এর আগে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার খবর এসেছে। খবর আল জাজিরার।

এয়ার ফোর্স ওয়ান বিমানে চড়ে ন্যাটো সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা করার ঠিক পরেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দিয়ে লেখেন- ‘ইসরায়েল ইরানকে আক্রমণ করবে না। সব যুদ্ধবিমান ঘুরে দাঁড়িয়ে ঘরে ফিরবে, এবং আকাশে বন্ধুত্বসূচক ওয়েভ করবে ইরানের দিকে। কেউ আহত হবে না, যুদ্ধবিরতি কার্যকর!’

তিনি লেখেন, ‘এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’ এর আগেই ট্রাম্প অভিযোগ করেছিলেন যে, ইরান ও ইসরায়েল উভয়ই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তবুও তিনি বারবার চেষ্টা করছেন ‘সংঘাত নিয়ন্ত্রণে আনতে এবং উত্তেজনা হ্রাস’ করতে।

ট্রাম্পের এ ঘোষণাকে অনেকেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন, যদিও বাস্তব পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে। আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ-ও জানিয়েছেন, তিনি যে ‘যুদ্ধবিরতি ঘোষণা’ করেছিলেন, তা ইরান ও ইসরায়েল উভয়ই লঙ্ঘন করেছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত না, তারা ইচ্ছাকৃতভাবে করেছে কী না। তবে আমি একদমই পছন্দ করিনি যে, আজ (মঙ্গলবার, ২৪শে জুন) সকালে ইসরায়েল আবার হামলায় নেমে গেছে। আমি চেষ্টা করব এটা থামাতে।’

তিনি আরও বলেন, ‘ইরান আর কখনোই তার পারমাণবিক ক্ষমতা পুনর্গঠন করতে পারবে না। আমি ইরানের ওপরও খুশি নই।’ এর মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরান ও ইসরায়েল ২৪ ঘণ্টার মধ্যে ধাপে ধাপে ‘যুদ্ধবিরতিতে’ যাবে।

প্রথমে ইসরায়েল সম্মতি জানালেও পরে অভিযোগ ওঠে, তারা হামলা শুরু করেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করে, ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে—যা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনেরই শামিল।

যুদ্ধবিরতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন