বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার *** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা *** ভোটের দিন গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি ইসির *** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের

প্রতিদিন নতুন কৌশলে যৌনমিলনে কাহিল হলে সঙ্গীকে বোঝাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২৫শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোনো রান্নায় স্বাদের জন্য যেমন লবণের পরিমাণ কম-বেশি হলে মুশকিল, ঠিক তেমনই সম্পর্কের ক্ষেত্রে যৌনতাও খুব গুরুত্বপূর্ণ। এক বিছানায় থাকা দু’টি মানুষ খুশি কী না, তা যেন সম্পর্কের সুস্বাস্থ্যের গোপন চাবিকাঠির মতো। তবে দীর্ঘদিনের দাম্পত্য় জীবনে যৌনতায় ভাটার টান নতুন কিছু নয়। 

তাই অনেকে নতুন নতুন কৌশলে ও পদ্ধতিতে যৌনতায় মাতার চেষ্টা করেন। পর্ন সিনেমা দেখে সেক্স করার কৌশল আয়ত্ব করে সঙ্গীর সঙ্গে সেভাবে যৌনতায় মেতে উঠতে চান। আপনার সঙ্গীও কি যৌনতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন? মানে বিভিন্ন কৌশলে সেক্স করে আপনাকে আনন্দ দেওয়ার বদলে যন্ত্রণা দিচ্ছেন? আর তার জেরে আপনি নাজেহাল? উত্তর ‘হ্যাঁ’ হলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে এ বিষয়ে আপনার বোঝাবেন সঙ্গীকে।

১. অনেক ক্ষেত্রে দেখা যায়, যৌনতায় সঙ্গীর পরীক্ষা-নিরীক্ষার ফলে বিছানায় থাকায় অপর মানুষ বেজায় যন্ত্রণা পান। এ পরিস্থিতি তৈরি হলে রিল এবং রিয়াল লাইফ যে এক নয়, তা তাকে পরিষ্কার ভাষায় বোঝান।

২. বিছানায় যৌনতায় মাতার ফলে দু’জনেই চরম সুখ পাচ্ছেন কী না, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সঙ্গীকে বোঝান নানা পরীক্ষা-নিরীক্ষা আপনাকে মোটেও যৌনসুখ দেয় না। পরিবর্তে তা যন্ত্রণাদায়ক।

৩. এক ঘরে থাকা দু’জন মানুষ কীভাবে বিছানায় যৌনতায় মাতবেন, তার আবার কোনও বাঁধাধরা নিয়ম থাকতে পারে নাকি? সঙ্গীকে বোঝান আগে থেকে ভাবনা-চিন্তা করে প্রতিদিন নতুন নতুন কৌশলে শারীরিক সম্পর্ক তৈরি করা নিষ্প্রয়োজন। পরিবর্তে যেভাবে যেদিন মন চায়, সেভাবেই একে অপরের কাছাকাছি আসা দরকার। তাতে সম্পর্ক অনেক বেশি রঙিন হয়ে উঠবে।

৪. যৌন সম্পর্কের ক্ষেত্রে শরীরের পাশাপাশি মনের ভূমিকাও অনেক। সঙ্গীর মননে বদল খুব প্রয়োজন। তাই প্রয়োজনে তার কাউন্সেলিংয়ের বন্দোবস্তও করতে পারেন।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন