ছবি: সংগৃহীত
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার সন্দেহে ইরানের খুজেস্তান প্রদেশে ২৩ জন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এমন তথ্য প্রকাশ করেছে। খবর আল জাজিরার।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ইরাক সীমান্তঘেঁষা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের সরকারি কৌঁসুলিরা এ ২৩ ব্যক্তির বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড’ এবং ‘শত্রুর পক্ষে তথ্য সংগ্রহ ও প্রচার চালানোর’ মতো অভিযোগ এনেছেন।
তবে স্বাধীন গণমাধ্যম বা মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে আজ বুধবার (২৫শে জুন) তাসনিমের খবরে বলা হয়, উরমিয়া অঞ্চলে সরকারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও তিন ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। এ নিয়ে গত ১৩ই জুন ইরানে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ৬ জনকে ফাঁসি দিয়েছে তেহরান।
ইরানের বিচার বিভাগ বলেছে, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার সন্দেহে গত ১২ দিনে অন্তত ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরটি শেয়ার করুন