শনিবার, ২৪শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্যার সুযোগে চিড়া-মুড়ির মূল্যবৃদ্ধি, কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা *** বন্যার্তদের জন্য দুই মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন দেবে *** বন্যার্তদের জন্য ত্রাণ দিতে টিএসসিতে মানুষের ঢল *** রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সব গেট, সতর্কতা জারি *** ফেনীর মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে ডিজেল ফ্রি দেওয়ার নির্দেশ *** সাজেকে আটকে পড়া ২৬০ পর্যটককে উদ্ধার করলো সেনাবাহিনী *** বন্যা পরিস্থিতির উন্নতি পাঁচ জেলায় *** মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে লিডের স্বপ্ন বাংলাদেশের *** আখাউড়া ও কসবায় পানি কমতে শুরু করেছে *** বৃষ্টি আরও কমবে, বন্যা পরিস্থিতির উন্নতি

তোমরা আর একটা মাস অপেক্ষা করো : আন্দোলনকারীদের ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোটা আন্দোলন নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তাই কোনো পক্ষের ফাঁদে পা না দিতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের প্রতি অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

তিনি বলেন, কোটা সংষ্কার আন্দোলন যেহেতু উচ্চ আদালতের মিমাংসার জন্য রয়েছে তাই আর একটা মাস অপেক্ষা করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই ইস্যুতে নিজেদের মুখোমুখি না ভেবে সংযত আচরণ করতে আন্দোলনকারী ও ছাত্রলীগের প্রতি অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার (১৬ই জুলাই) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি আজ

ব্যারিস্টার সুমন বলেন, এ আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের ভাবমূতি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে। আমি সাবেক একজন ছাত্রলীগ কর্মী হিসেবে বলবো, ছাত্রলীগ এ আন্দোলনে আরও সহনশীল ও ধৈর্যের পরিচয় দেবে। তাদের বিরুদ্ধে কোনো যড়যন্ত্রে যেন পা না দেয়।

একই সঙ্গে আন্দোলনকারীদের আর একটা মাস ধৈর্য ধারণ করার আহ্বার জানিয়ে সুমন বলেন, তোমরা আর একটা মাস অপেক্ষা করো। হাইকোর্ট ইতোমধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। বিষয়টি এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিষ্পত্তির অপেক্ষায়। আর একমাসের মধ্যে বিষয়টি চূড়ান্ত নিষ্পতি হবে। এ সময়টুকু তোমরা অপেক্ষা করো। এরপর যদি তোমাদের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আন্দোলন করো। এখন আন্দোলন করে তোমাদের সুন্দর ভবিষৎ নষ্ট করো না।

এসি/কেবি

ব্যারিস্টার সুমন আন্দোলনকারী

খবরটি শেয়ার করুন