সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ। একইসঙ্গে দেশটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬শে মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একটি আন্তজার্তিক বার্তাসংস্থা।   

ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করা জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ প্যালেস্টাইনের অধিকৃত অঞ্চলে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ এই র‌্যাপোর্টার মঙ্গলবার (২৬শে মার্চ) জেনেভায় জাতিসংঘের অধিকার সংস্থার কাছে ‘দ্য অ্যানাটমি অব এ জেনোসাইড’ নামে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।

আরো পড়ুন: ওয়াশিং মেশিনের ভেতর লুকানো ছিল কোটি কোটি টাকা!

বিশেষজ্ঞ বলেন, ‘মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে রিপোর্ট করা এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা আমার দায়িত্ব। গাজায় একটি গোষ্ঠী হিসাবে প্যালেস্টাইনের বিরুদ্ধে গণহত্যার অপরাধের সীমা পূরণ করা হয়েছে বলে আমি দেখতে পেয়েছি এবং এটি বিশ্বাস করারও যুক্তিসঙ্গত কারণ রয়েছে।’

ফ্রান্সেসকা বলেন, অন্যান্য ক্রিয়াকলাপের মধ্যে ৩০ হাজারেরও বেশি প্যালেস্টাইনিকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি সদস্য রাষ্ট্রগুলোকে তাদের বাধ্যবাধকতাগুলো মেনে চলার জন্য অনুরোধ করছি, যা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে শুরু হবে এবং ভবিষ্যতে যাতে এমন অপরাধের পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করবে।’

সূত্র: রয়টার্স

এইচআ/ 


ইসরায়েল অস্ত্র নিষেধাজ্ঞা গাজায় গণহত্যা

খবরটি শেয়ার করুন