বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সন্তান নেওয়ার জন্য চাপ দিচ্ছে পরিবার? সামলাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিয়ের পর পরিবারে নতুন শিশুর আগমন নিয়ে কল্পনা করতে থাকে অনেকে। আবার বিয়ের পর নাতি-নাতনির মুখ দেখার ইচ্ছে শ্বশুর-শাশুড়ি তো বটেই, আত্মীয়দেরও থাকে। কিন্তু সময় বদলেছে। এখন তো আসলে ক্যারিয়ার ভাবনা থাকে। আবার স্বামী-স্ত্রীর মধ্যেও নানা পরিকল্পনা থাকে। কিন্তু পরিবারেই যখন চাপ আসে তখন নারীদের জন্য তা একটু ঝামেলারই। তবে এই ঝামেলা এড়ানো যায়। শুধু মেয়েরা কেন, ছেলেদেরও তো এ কথা শুনতে হয়। বিষয়টিতে উদ্বিগ্ন না হয়ে স্মার্টভাবে সামলে নিন। জেনে নিন সামলাবেন যেভাবে-

প্রসঙ্গ এড়ান

আলোচনাক্রমে কেউ বিষয়টি তুলে আনলে প্রসঙ্গ বদলান। তবে রূঢ়ভাবে নয়। মুরব্বি কেউ হলে তাদের সঙ্গে এমনভাবে কথা ঘুরিয়ে দিন যেন মনে হয় আপনি বিষয়টা নিয়ে এই মুহূর্তে ভাবতে পারছেন না। তারপর অন্য আলোচনা টানুন।

আরো পড়ুন : বর্ষায় আচার ভালো রাখার কৌশল

সরাসরি বলুন

আপনার বন্ধু বা ভাই-বোনের কেউ হলে সরাসরি বলুন যে এই প্রসঙ্গ আপনার আর আপনার সঙ্গীর ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয় নিয়ে আপনার পরিকল্পনা থাকলেও সেটি নিয়ে আলোচনা যে করতে চান না সেটা বোঝান।

পাত্তা নয়

সব কথা শুনতে নেই। অনেকে অনেক কিছুই বলবে। এখন সবার কথা শোনার সময় কোথায়। এত ঝামেলার মধ্যে তাই এসব কথাকে পাত্তাই দেবেন না।

সঙ্গীর সঙ্গে আলাপ করুন

আপনার সঙ্গীর সঙ্গে এ নিয়ে আলাপ করুন। দিনশেষে এটি আপনাদের সিদ্ধান্ত। যদি বিষয়টা এমন হয় যে, সন্তান নেওয়ার বিষয়টা অযৌক্তিক না তাহলেও আপনারা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। এটা অন্তত ভালো। তাই সঙ্গীর সঙ্গে আলাপ করে নিলে সমস্যার অনেক দ্রুত সমাধান হয়ে যায়।

এস/ আই.কে.জে/

টিপস সন্তানধারণ

খবরটি শেয়ার করুন