বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা

আয়রনম্যান ফিলিপিনে বাংলাদেশের পতাকা উড়ালেন মিশু বিশ্বাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আয়রনম্যান প্রতিযোগিতাকে এক দিনের স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এই প্রতিযোগিতায় একজন প্রতিযোগিকে ৩.৮ কি.মি. সাঁতার শেষ করে, ১৮০ কি.মি. সাইকেল চালাতে হয় এবং এরপর ৪২.২ কি.মি. ম্যারাথনে অংশগ্রহণ করতে হয়। এই তিনটা ডিসিপ্লিনে সর্বোমোট ২২৬.৩ কি.মি. দূরত্ব বিরতিহীনভাবে কেউ ১৭ ঘন্টার মধ্যে শেষ করতে পারলে তাকে আয়রনম্যান মেডেল দেয়া হয়।

মিশু বিশ্বাস বিসিএস ৩৩তম ব্যাচের কর্মকর্তা। তিনি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগে কর্মরত আছেন। তিনি গত ৭ই অক্টোবর মালেশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান ফিলিপিন কৃতিত্বের সাথে ২২৬.৩ কি.মি. দূরত্ব মাত্র ১৪ ঘন্টা ৩৭ মিনিটে সম্পন্ন করেন। তিনি ৩.৮ কি.মি. সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ১ ঘন্টা ৪১ মিনিট, ১৮০.২ কি.মি. সাইকেল শেষ করেছেন ৭ ঘন্টা ২ মিনিট এবং ৪২.২ কি.মি. ম্যারাথন শেষ করেছেন মাত্র ৫ ঘন্টা ৩৫ মিনিটে।

আরো পড়ুন : সাকিব টি-টোয়েন্টির জন্য আর যোগ্য নন : বীরেন্দর শেবাগ

আয়রনম্যান ফিলিপিন তার ৫ম পূর্ণ আয়রনম্যান প্রতিযোগিতা। ইতোপূর্বে মিশু বিশ্বাস আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপসহ আয়রনম্যান ব্রাজিল, আয়রনম্যান মালেশিয়ায় ২ বার ও আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় সফলতা অর্জন করেন। 

এছাড়াও তিনি ২০২০ সালে বাংলা চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন। তিনি বঙ্গবন্ধু ম্যারাথন, সিংগাপুর ও থাইল্যান্ড হাফ ম্যারাথনসহ একাধিক হাফ-ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এস/ আই.কে.জে/

সাঁতার বাংলাদেশের পতাকা আয়রনম্যান প্রতিযোগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন