জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পরাগ জৈন। ছবি: সংগৃহীত
ভারতের গোয়েন্দা ‘সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের’ (র) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পরাগ জৈন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পরাগ জৈন অপারেশন সিঁদুরের সময় গুরুত্বপূর্ণ গোয়েন্দা অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ-সংক্রান্ত কমিটি আজ শনিবার (২৮শে জুন) ১৯৮৯ ব্যাচের এ আইপিএস কর্মকর্তাকে ‘র’-এর পরবর্তী প্রধান হিসেবে মনোনীত করে।
আনুষ্ঠানিকভাবে ১লা জুলাই থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। পরাগ জৈন বর্তমান ‘র’-এর প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন। সিনহার মেয়াদ শেষ হচ্ছে ৩০শে জুন।
পরাগ জৈন বর্তমানে ‘র’-এর এভিয়েশন রিসার্চ সেন্টারের (এআরসি) প্রধান হিসেবে কাজ করছেন। এ প্রতিষ্ঠান আকাশপথে নজরদারি নিয়ে কাজ করে থাকে। ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের এ ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তার ‘র’-এ কাজ করার দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা নিয়ে এবার তিনি নতুন দায়িত্বে আসছেন।
খবরটি শেয়ার করুন