বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এক যুগ পর রাসায়নিক গুদামের ট্রেড লাইসেন্স দিলো সিটি করপোরেশন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পুরান ঢাকা থেকে শ্যামপুরে স্থানান্তরিত হওয়া রাসায়নিক গুদাম হিসেবে ‘মেসার্স রয়েল টন লেকার কোটিং’ নামের প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর ফলে দীর্ঘ এক যুগ পর রাসায়নিক গুদাম হিসেবে প্রথম কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাণিজ্য করার অনুমতি দিলো দক্ষিণ সিটি।

আরো পড়ুন: হঠাৎ আগুন লাগলে যা করবেন, যা করবেন না

শিল্প মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত রাজধানীর শ্যামপুরে বাস্তবায়িত ‘অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য নির্মিত গুদাম’ প্রকল্পে স্থানান্তরিত হওয়ার প্রেক্ষাপটে এই প্রতিষ্ঠানের  বাণিজ্য অনুমতি নবায়ন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটি লাইসেন্স নবায়নের আবেদন করলে গত ২৮শে ফেব্রুয়ারি ডিএসসিসি  এই বাণিজ্য অনুমতি দেয়।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শ্যামপুরে স্থানান্তরিত হওয়ায় আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই। আশা করি, তাদের পদাঙ্ক অনুসরণ করে অন্যান্য সব রাসায়নিক গুদাম ও ব্যবসায়িক প্রতিষ্ঠানও সেখানে স্থানান্তরিত হবে। নিরাপদ হবে আমাদের পুরাতন ঢাকার সামগ্রিক পরিবেশ।

যারা স্থানান্তরিত হবে না পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, শ্যামপুরে অস্থায়ী ভিত্তিতে যে রাসায়নিক গুদামগুলো নির্মাণ করা হয়েছে সেখানে অগ্নি নির্বাপনের আধুনিক ব্যবস্থা রয়েছে। এছাড়া খোলামেলা পরিবেশ হওয়ার সেখানে ঝুঁকির মাত্রাও অনেক কম।  

এইচআ/ আই. কে. জে/  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাসায়নিক গুদাম ট্রেড লাইসেন্স নিমতলী-চুড়িহাট্টা অগ্নিকাণ্ড

খবরটি শেয়ার করুন