সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কিমা পরোটা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইফতার টেবিলে রোজ চপ, বেগুনি আর ছোলা-মুড়ি খেতে চাইছে না পরিবারের মানুষগুলো। তাহলে কী করবেন? মাংসের কিমা দিয়ে বানাতে পারেন পরোটা। কিমা পরোটা কিন্তু ছোট-বড় সবাই ই পছন্দ করে। জেনে নিন রেসিপি- 

উপকরণ

ময়দা- আড়াই কাপ

তেল বা ঘি- ২ টেবিল চামচ

লবণ- স্বাদ মতো

কিমা- ২৫০ গ্রাম

তেল- ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- ১ কাপ

জিরা- ১ চা চামচ

কাঁচা মরিচ বাটা- ১ টেবিল চামচ

আদা, রসুন বাটা- ২ চা চামচ

মরিচ গুঁড়া- আধ চা চামচ

চাট মশলা- ২ চা চামচ

ধনেপাতা কুচি- আধ কাপ

আরো পড়ুন : ইফতারে খেতে পরেন স্বাস্থ্যকর চিকেন স্যান্ডউইচ

প্রণালি

একটি পাত্রে ময়দা, ঘি বা তেল আর সামান্য লবণ এক সঙ্গে মিশিয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মথুন। শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখুন।

কড়াইতে তেল গরম করুন। এতে জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। সোনালি রঙ হয়ে এলে দিন আদা-রসুন বাটা। মসলা কষানো হলে মাংসের কিমা মেশান। ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। কিমার পানি শুকিয়ে এলে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিন। 

ভালো করে কষিয়ে সামান্য পানি দিয়ে কিমা সেদ্ধ করুন। পানি শুকিয়ে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে রাখুন। 

ময়দার মণ্ড থেকে একটু বড় করে লেচি কেটে নিন। কিমা ঠান্ডা হলে লেচির মধ্যে কিমার পুর ভরে নিন। অনেকেই তেল বা ঘি দিয়ে লুচি-পরোটা বেলে থাকেন। কিন্তু পুর ভরা পরোটার ক্ষেত্রে শুকনো ময়দা দিয়ে পরোটা বেলে নেওয়াই ভালো। এতে পরোটা ফেটে পুর বাইরে বেরিয়ে আসার ভয় থাকে না।

এবার তাওয়ায় ঘি বা সাদা তেল ছড়িয়ে পরোটা ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন টক দই, পুদিনার চাটনি বা আচার দিয়ে। 

এস/ আই. কে. জে/


রেসিপি কিমা পরোটা

খবরটি শেয়ার করুন