শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন ডিএসই চেয়ারম্যান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হাফিজ মো. হাসান পদত্যাগ করেছেন। রোববার (১৮ই আগস্ট) দিনগত রাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।

এ ছাড়া পদত্যাগপত্রের অনুলিপি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাত্ত্বিক আহমেদ শাহ গণমাধ্যমকে জানান, ডিএসইর চেয়ারম্যানের পদত্যাগপত্রের অনুলিপি ইমেইলে পেয়েছি। তিনি বিএসইসির চেয়ারম্যান বরাবর ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আরও পড়ুন: ‘পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হবে’

তিনি আরও বলেন, বিএসইসি থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএসইসি যে সিদ্ধান্ত দেবে আমরা সেটিই পালন করব।

এর আগে, গত ১২ই আগস্ট এক সংবাদ সম্মেলন করে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান এবং সতন্ত্র পরিচালকদের দ্রুত অপসারণ দাবি করে প্রতিষ্ঠানটির সদস্যদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

২০২৩ সালের মার্চ মাসে ডিএসইর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন হাফিজ মো. হাসান। দায়িত্ব গ্রহণকালে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন। রাজনৈতিক পট পরিবর্তনের পর পদত্যাগ করা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের ঘনিষ্ঠজন হিসেবে শেয়ার বাজারে পরিচিত ছিলেন তিনি।

এসি/কেবি

পদত্যাগ ঢাকা স্টক এক্সচেঞ্জ

খবরটি শেয়ার করুন