শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি অধ্যাপকের পিএইচডি জালিয়াতি তদন্তে কমিটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে এমফিলের নকল করে পিএইচডি ডিগ্রি গ্রহণের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। 

মঙ্গলবার (৭ই মে) উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

নাম না প্রকাশের শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

এক সিন্ডিকেট সদস্য গণমাধ্যমকে জানান, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরকে প্রধান করা হয়েছে। বাকি সদস্যরা হলেন - মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এসএম জাবেদ আহমদ। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। 

আরো পড়ুন: ঢাবি অধ্যাপক ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে কমিটি

উল্লেখ্য, গবেষণা নীতি অমান্য করে একই গবেষণা দিয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি গ্রহণের অভিযোগ ওঠে অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে। লেখার শিরোনাম পাল্টে আগের অংশ পরে ও পরের অংশ আগে জুড়ে দিয়ে তিনি এই ডিগ্রি নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  

এইচআ/ আই.কে.জে/  

ঢাবি অধ্যাপক পিএইচডি জালিয়াতি

খবরটি শেয়ার করুন