বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর *** এশিয়ার সেরা নির্মাতার পুরস্কার পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহি *** স্বেচ্ছায় পদত্যাগের অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাব: শিক্ষা উপদেষ্টা *** গাজায় যুদ্ধাপরাধ, দুই ইসরায়েলি সেনাকে জিজ্ঞাসাবাদ করল বেলজিয়াম *** আজ ১০টি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা *** এইচএসসির স্থগিত ২২শে ও ২৪শে জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা *** বিশ্বজুড়ে বিভিন্ন পদে ১৭,৩০০ কর্মী নিয়োগ দেবে এমিরেটস

অস্থির বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগ করুন: ইউএনডিপি প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী অস্থিরতা এবং বিদেশী সহায়তা ব্যাপক ভাবে কমে যাওয়ায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়তায় ব্যয় অপরিহার্য বলে উল্লেখ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান হাওলিয়াং ঝু। তিনি রোববার (২৯শে জুন) অস্থির বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়তায় বিনিয়োগ করার আহবান জানিয়েছেন। খবর এএফপির।

ইউএনডিপি প্রধান হাওলিয়াং ঝু স্পেনে চার দিনের জাতিসংঘ সম্মেলনের প্রাক্কালে এক সাক্ষাৎকারে বলেন, সাহায্য, বাণিজ্য এবং প্রতিরক্ষায় বিনিয়োগ ‘কোনও শূন্য-সমষ্টির খেলা নয়’। এ সম্মেলনের লক্ষ্য হচ্ছে বিপর্যস্ত উন্নয়ন খাতের জন্য নতুন প্রেরণা সংগ্রহ করা।  

হাওলিয়াং ঝু বলেন, ‘শান্তির ভিত্তি তৈরির জন্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ’, বিশ্বের বেশিরভাগ দরিদ্র মানুষ সংঘাত-কবলিত দেশগুলোতে বাস করে। ধনী দাতারা, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো, সাহায্য বাজেট কমিয়েছে এবং প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। কারণ, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে সংঘাত বিশ্বব্যাপী নিরাপত্তাকে বিপর্যস্ত করছে।

ইউএনডিপি প্রধান বলেন, ২০২৪ সালে সামরিক ব্যয় রেকর্ড সর্বোচ্চ ২.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। এ ছাড়া প্রতিযোগিতামূলক অগ্রাধিকার এবং সংকট সত্ত্বেও ধনী দেশগুলোর স্বার্থেই উন্নয়নশীল দেশগুলোকে সমর্থন করা উচিৎ।

তিনি বলেন, ‘শান্তির ভিত্তি তৈরি করা, ভঙ্গুর দেশগুলোতে স্থিতিশীলতায় বিনিয়োগ করা সেই দেশগুলোতে বোঝা কমাতে সাহায্য করে যেখানে অভিবাসনের চ্যালেঞ্জ রয়েছে। আর বিশ্বের এক এলাকার সংকট বিশ্বের অন্যান্য এলাকার ওপর প্রভাব ফেলবে যেগুলো বর্তমানে সমৃদ্ধ এবং স্থিতিশীল।’

এদিকে শান্তি গবেষণা ইনস্টিটিউট অসলোর তথ্য অনুসারে, ১৯৪৬ সালের পর থেকে বিশ্ব সর্বোচ্চ সংখ্যক সশস্ত্র সংঘাতের শিকার হয়েছিল গত বছর।

এ ছাড়া বিশ্বব্যাংক জানিয়েছে, সংঘাত এবং অস্থিতিশীলতার শিকার দেশগুলোতে প্রতিদিন ৩ ডলারেরও কম আয়ে বসবাসকারী চরম দরিদ্র মানুষের সংখ্যা ২০৩০ সালের মধ্যে ৪৩৫ মিলিয়নে পৌঁছাবে।

আজ সোমবার (৩০শে জুন) থেকে সেভিলে কমপক্ষে ৫০ জন বিশ্বনেতা উন্নয়নের জন্য অর্থায়ন সম্পর্কিত চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, যা এক দশকের মধ্যে এ ধরণের সবচেয়ে বড় আলোচনা।

আরএইচ/

ইউএনডিপি বিশ্বের অস্থিরতায় শান্তি কামনা হাওলিয়াং ঝু বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিনিয়োগের আহ্বান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন