সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নাশকতার মামলায় কাউন্সিলর কারাগারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের বনখড়িয়ায় রেললাইন কেটে নাশকতা করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন আলমকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৭শে জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৬শে জুন) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিন আলমকে গ্রেফতার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী সংস্থা গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মাকসুদের রহমান।

শাহিন গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার মৃত ফাইজুদ্দিনের ছেলে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাজীপুর সিটি নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হন তিনি।

আরো পড়ুন: বড় বড় সাংবাদিকদের কিনে এসেছি, সব থেমে যাবে : কানিজ লাকী 

পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, ট্রেনে নাশকতা মামলায় গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তিতে ওই কাউন্সিলরের নাম আসায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া কাউন্সিলর সিঙ্গাপুর যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে পিবিআই তাকে নিয়ে যায়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৩ই ডিসেম্বর ভোরের দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের বনখড়িয়া এলাকায় ২০ ফুট রেললাইন কেটে ফেলে। এতে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত ও ১০ জন আহত হন।

এইচআ/  

নাশকতার মামলা বিএনপি নেতা

খবরটি শেয়ার করুন