বুধবার, ১৭ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে বাংলাদেশি হত্যা: সন্দেহভাজন ঘাতক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক স্টেটের বাফেলোতে বাবুল মিয়া এবং আবু ইউসুফ নামে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন ঘাতককে রোববার (২৮শে এপ্রিল) গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে এখনও যুবকের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

যে বাড়িতে কাজের সময় বাবুল মিয়া ও আবু ইউসুফ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তার পার্শ্ববর্তী একটি সিসিটিভির ফুটেজ থেকে ওই যুবককে শনাক্ত হয়। তার বিষয়ে তথ্য প্রদানকারীকে সাড়ে ৭ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল বাফেলো পুলিশ।

আরো পড়ুন: ইসরায়েলের হামলা ঠেকানোর উপায় জানালেন প্যালেস্টাইনি প্রেসিডেন্ট

এদিকে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে রোববার জোহরের নামাজের পর বাফেলো মুসলিম সেন্টারের সামনে এক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে অবিলম্বে দুর্বৃত্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপস্থিত বিক্ষোভকারীরা। দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসী এই বিক্ষোভ-সমাবেশে অংশ নেন।

বিশাল বিক্ষোভের দুই ঘণ্টা পরই সন্দেহভাজন দুর্বৃত্তকে সিটির ইস্ট ডেলাভান এবং নর্থ ফর্ক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, শনিবার (২৭শে এপ্রিল) বিকেলে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়। 

এইচআ/ 

নিউইয়র্ক বাংলাদেশি হত্যা

খবরটি শেয়ার করুন