বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

দেশে বিনিয়োগের চিত্র শিগগির ঘুরে দাঁড়াবে : বেপজা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক নানা সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি নানা কারণে দেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কমেছে। তবে শিগগির এই চিত্র ঘুরে দাঁড়াবে।

রাজধানীর গ্রিনরোডে বেপজা কমপ্লেক্সে সোমবার (২৭শে জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বেপজা এর আয়োজন করে।

বেপজার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজের সঞ্চালনায় আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেপজার সদস্য (প্রকৌশল) ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হকসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, আমি আশা করব, বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবেন। কারণ, এখন পর্যন্ত আমি দেখিনি কোনো ব্যবসায়ী বা বিনিয়োগকারী বলেছেন যে, তারা আসবেন না। এনার্জি, গ্যাস, আর্থিক খাত, বন্দর ব্যবস্থাপনা, ব্যবসার পরিবেশ, এলডিসি গ্রাজুয়েশন ইত্যাদির মতো কিছু চ্যালেঞ্জ এখনো আছে। তবে এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠে শিগগির আমরা ঘুরে দাঁড়াব।

তিনি আরও বলেন, বেপজার জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগ আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ২০২৩-’২৪ অর্থবছরে দেশের মোট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে (এফডিআই) এর অবদান ২৯ শতাংশ। অন্যদিকে, বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও দেশের জাতীয় রপ্তানিতে ইপিজেডসমূহের অবদান ১৬ শতাংশ।

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার আসায় বিনিয়োগ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান। 

শান্তনু/ আই.কে.জে

বেপজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন