সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সরকার উৎখাতের শক্তি কারও নেই: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হুমকি ধামকিতে কারও ভ্রুক্ষেপ নেই। এগুলো অসাড়, ফাকা বুলি, বেলুনের মতো চুপসে যাবে। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার উৎখাতের শক্তি কারও নেই।

এসময় নেতৃত্বের ব্যর্থতার দায়ে বিএনপির কার্যালয় কালো কাপড় দিয়ে ঢেকে ফেলার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের। তার মতে, বিএনপি নেতাদের বাড়িঘরও কালো কাপড়ে ঢেকে দেওয়া উচিত।

সোমবার (২৯শে জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার। নির্বাচনে ৪১ ভাগের বেশি ভোটার অংশগ্রহণ করেছে, সেখানে ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সাংবিধানিক বিধান মেনে জাতীয় সংসদের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয় কাদের বলেন, আমরা দেশের প্রয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছি। অগ্রাধিকার ভিত্তিতে নিত্যপণ্যের মূল্যের বিষয়টি বিশেষ নজর দিচ্ছি।

সেতুমন্ত্রী বলেন, নতুন সংসদের উদ্ভোধনী দিন যেদিন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এই দিনটিতে যারা কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন তাদের উচিত নেতৃত্বের ব্যর্থতার জন্য বিএনপির দলীয় অফিস কালো কাপড় দিয়ে ঢেকে রাখা। তাদের নেতাদের বাড়িও কালো কাপড়ে মুড়িয়ে রাখা উচিত।

আরও পড়ুন: ৩০ জানুয়ারির কর্মসূচি স্থগিত করলো আওয়ামী লীগ

নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে তার জন্য দলটিকে পস্তাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

এসকে/ 

বিএনপি ওবায়দুল কাদের সরকার উৎখাত

খবরটি শেয়ার করুন