ফাইল ছবি
আগামী ৩০শে জানুয়ারি (মঙ্গলবার) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও মিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সোমবার (২৯শে জানুয়ারি) দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির দেওয়া এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৩০শে জানুয়ারি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও মিছিলটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। পরবর্তী কার্যসূচি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
গত শনিবার (২৭শে জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০শে জানুয়ারি সারা দেশে সমাবেশ করার ঘোষণা দেন। ওই দিন দলটি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ করবে।
আরও পড়ুন: ৩০ জানুয়ারি কালো পতাকা মিছিল করবে বিএনপি
উল্লেখ, বিএনপি ওইদিন কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে।
এসকে/
খবরটি শেয়ার করুন