ছবি: সংগৃহীত
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) বগুড়া জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী/অস্থায়ীভাবে রাজস্ব খাতের ০৮ টি পদে মোট ১০ জনকে নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন করা যাবে ২রা জুলাই পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১। কম্পিউটার অপারেটর-০১
২। মেকানিক-০১
৩। ড্রাইভার-০১
৪। ট্রান্সপোর্ট হেলপার-০১
৫। সহকারী ইলেকট্রিশিয়ান-০১
৬। কুক কাম বেয়ারার-০১
৭। অফিস সহায়ক-০১
৮। নিরাপত্তা প্রহরী-০৩
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তির মাধ্যমে;
আবেদনের বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ২রা জুলাইয়ে ১৮ থেকে ৩২ বছর;
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট (www.nactar.gov.bd) থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
সূত্র: প্রথম আলো
আরএইচ/